Football News: ত্রিপুরার পর এবার দিল্লির মাঠ কাঁপাতে যাচ্ছে আরামবাগের মহিলা ফুটবলাররা


আরামবাগ: আরামবাগের কন্যা সঙ্গীতার ত্রিপুরার জয়ের পর এবার দিল্লির মাঠে কাঁপাতে যাচ্ছে বিশালক্ষী মাতা কোচিং ক্যাম্পের মহিলা ফুটবলার খেলোয়াড়রা।মহিলা ফুটবল লীগে সুযোগ পেয়েছে বেশ কিছু জন মহিলা ফুটবলার।

দিল্লির মাঠে শুরু হবে মহিলাদের লিগ। সেখানের  ক্লাবে খেলোয়াড় হিসাবে অংশগ্রহণ করেছেন এই ক্যাম্পের কয়েকজন মহিলা ফুটবলার। জানা গেছে দিল্লিতে একটি লিগ শুরু হবে। যেখানে প্রায় ২৪ টি টিম অংশগ্রহণ করবে ফুটবল লিগে। আর ওখানকার সাফল্য আনতে আভাব ক্লাবে হয়ে লড়াই করতে চলেছে আরামবাগের প্রত্যন্ত গ্রামের মহিলা ফুটবলার টিম। খুশির এই খবর ছড়িয়ে পড়তে বেজায় খুশি মহকুমার সাধারণ মানুষজন।

আরও পড়ুন –  Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান ম্যাচ অবশেষে শুরু, ৫০ ওভারের খেলা নিয়ে বড় সিদ্ধান্ত সামনে

উল্লেখ্য, ছোট্টবেলা থেকে ফুটবল খেলার জন্য কোচিং নিয়েছিল প্রত্যন্ত গ্রামের মহিলারা। তারা প্রতিদিনই আরামবগের বিশালক্ষী মাতা মহিলা কোচিং ক্যাম্পে প্র্যাকটিস চালিয়ে যেত। আর ওখান থেকে আস্তে আস্তে ভালো রকম বিভিন্ন জায়গায় ফুটবল খেলার সুযোগ করে দিত এই কোচিং ক্যাম্প। এরপর থেকেই বিভিন্ন জায়গায় ফুটবলে বাজিমাত করে এসেছে। মহিলা কোচিং ক্যাম্প থেকে গুজরাটে এবং ছত্তিশগড়ে, ত্রিপুরায় একটি ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়েছিল আর সেখানে ভাল খেলার ফলে দিল্লির ক্লাবের হয়ে ডাক পেলেও আরামবাগের মহিলা ফুটবলাররা।

মহিলা ফুটবলাররা জানায় তাদের এই রেজাল্টের পেছনে সব থেকে বড় অবদান মহিলা ফুটবল কোচিং ক্যাম্প। ধারাবাহিকভাবে বিনা পারিশ্রমিকে ক্যাম্প থেকে যাবতীয় খেলায় অংশগ্রহণ করাতো। হয়তো সেই কারণেই আজ এই সাফল্য এবং বাইরে খেলার সুযোগ করে দিচ্ছে বলে জানায়। তাদের দাবি দিল্লির ওই ক্লাবে চাম্পিয়ান হয়ে বাজিমাত করব। আগামী দিনে বাংলা থেকে ভারতবর্ষের জার্সিতে খেলার লক্ষ্য সকলের।

এই বিষয়ে ওই কোচিং ক্যাম্পের শিক্ষক অভিজিৎ দে জানান দীর্ঘ কয়েক বছর আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার মহিলাদেরকে বিনা পয়সায় কোচিং করানো হয়। এখান থেকে বহু ছেলেমেয়েদের ফুটবল খেলায় অংশগ্রহণ করার সুযোগ করে দেয়া হয়। এবার বিশালক্ষী মাতা কোচিং সেন্টার থেকে বাইরেতে ভালো রেজাল্টের এবং খেলার দক্ষতা ত্রিপুরায় ডাক পেয়েছিল। তাই এবার মহিলারা ধারাবাহিকভাবে দিল্লি লিগে খেলার সুযোগ পেয়েছে।আর সেখানেও বাজিমাত করে আসবে বলে জানিয়েছেন।

কোচিং ক্যাম্পের সভাপতি তারক ঘোষ জানিয়েছেন আস্তে আস্তে এই কোচিং ক্যাম্প বেশ কয়েকজনকে নিয়ে তৈরি করেছিলাম। প্রত্যন্ত গ্রাম এবং গরিব ছেলেমেয়েদের নিয়ে ফুটবল খেলার প্রশিক্ষণ শুরু করি। ধীরে ধীরে যোগাযোগের পাশাপাশি এবং মেয়েরা ভালো খেলার পর এখন রাজ্যে জুড়ে কাঁপিয়ে বেড়াচ্ছে আমাদের এই টিম। তা এবার ব্যতিক্রম হলো না। তারা সকলেই দিল্লির একটি ক্লাবের হয়ে অংশগ্রহণ করতে চলেছে।

অন্যদিকে অভিভাবকরা জানায় কোচিং ক্যাম্পের টিম একের পর এক সাফল্য আনার পর শুধু আমরাই গর্বিত নয় ,গোটা মহকুমা জুড়ে খুশির জোয়ার।সকলের উদ্দেশে বার্তা দেন প্রত্যেক মহিলা যেন খেলাধুলার দিক থেকে এগিয়ে আসুক। হয়তো আগামী দিনে তারা যেকোনো বড়ো জায়গায় পৌঁছে যাবে।

Suvojit Ghosh

Tags: Football, Hooghly, Local18



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

মেট্রোর কাজের জেরে ময়দানে গাছ নিধনের বিকল্প কী?‌ মঙ্গলবার রায়ের সম্ভাবনা কলকাতা হাইকোর্টে

এই বছর প্রবল গরম পড়েছে। সেই গরম থেকে এখনও পুরোপুরি নিস্তার মেলেনি। তখন পরিবেশবিদ থেকে…

11 mins ago

Cyclone Remal: ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ

পিনাকী ভট্টাচার্যরাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যখন মধ্যগগনে তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। মে মাসের শেষে এই…

39 mins ago

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

3 hours ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

5 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

7 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

7 hours ago