Forward Block: নেতাজির দল ভেঙে দু’ভাগ, বামফ্রন্টে যোগ দিতে চেয়ে নতুন দলের চিঠি


নেতাদের একাংশের বিদ্রোহে ইঙ্গিত আগেই ছিল। সেই বিদ্রোহের জেরে ভেঙেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি ফরওয়ার্ড ব্লক। নতুন দলের নাম পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক। মার্চ মাসেই নতুন দলের প্রস্তুতি কমিটি তৈরি হয়। বামফ্রন্টে যোগ দেওয়ার জন্য চেয়ারম্যানকে চিঠি দিয়েছে নতুন দলের নেতৃত্ব।

মূলত পাতাকা পরিবর্তনকে কেন্দ্র করেই এই ভাঙন বলে জানা গিয়েছে। যে পরিবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল দলের মধ্যে। ফরওয়ার্ড ব্লকের পতাকায় লম্ফমান বাঘের সঙ্গে ছিল কাস্তে হাতুড়ি তারাও। কিন্তু সম্প্রতি পতাকা থেকে কাস্তে হাতুড়ি তারা সরিয়ে দেওয়া হয়। তা নিয়েই বিরোধ বাঁধে দলের নেতৃত্বের মধ্যে। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রাজ্য নেতাদের একাংশ।

এছাড়া নতুন দলের নেতাদের অভিযোগ ছিল, বর্তমান ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব কমিউনিস্ট বিরোধী এবং শাসকদল তৃণমূলের ঘনিষ্ট। তাদের আরও অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল অনেকের। তলে তলে নেতৃত্বে একাংশ নতুন দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল।

(পড়ুন। ‘‌শুভেন্দু ঝাঁপ দিলে কোন পরিচয় সামনে আসত?’‌ সংসদে হামলা নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের) 

নতুন দলের রাজ্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুব্রত কুমার দে চিঠি দিয়েছেন বিমান বসুকে। চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যে ক্ষমতাসীন চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও দিল্লিতে ক্ষমতাসীন সাম্প্রদায়িক বিজেপির জনবিরোধী সর্বনাশা কার্যকলাপকে প্রতিরোধ করতে বামফ্রন্ট তথা বামপন্থী আন্দোলনের শরিক হতে চায় পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক। তারা বামফ্রন্টের সঙ্গে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে চায়।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে দল ছাড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সইরানি। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। তাঁর ভাইপো তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজও আগেই কংগ্রেসে যোগ দেন। দলের আর এক নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেসে। যারা কংগ্রেসে যেতে চাননি তারাই পৃথক দল করেছেন। গত ২৭ এই নতুন দলটি তৈরি হয়। এবার তারা ফ্রন্ট হতে চেয়ে চিঠি দিল।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি…

15 mins ago

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

2 hours ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

2 hours ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

4 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

14 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

14 hours ago