Home আপডেট G20: ব্রাত্যর বৈঠকের দিনই উপাচার্যদের নিয়ে জি ২০-র সাফল্য কামনায় গঙ্গাপুজো রাজ্যপালের

G20: ব্রাত্যর বৈঠকের দিনই উপাচার্যদের নিয়ে জি ২০-র সাফল্য কামনায় গঙ্গাপুজো রাজ্যপালের

G20: ব্রাত্যর বৈঠকের দিনই উপাচার্যদের নিয়ে জি ২০-র সাফল্য কামনায় গঙ্গাপুজো রাজ্যপালের

[ad_1]

শনিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে জি ২০ সম্মেলন। তার আগের দিন সাতসকালে বাবুঘাটের সন্নিকটে গোয়ালিয়র ঘাটে গঙ্গারতি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তাঁর সঙ্গে ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যরা। জি ২০ সম্মলনের সাফল্যের পাশাপাশি বাংলার মঙ্গল কামনায় গোয়ালিয়র ঘাটে দাঁড়িয়ে গঙ্গা বন্দনা করলেন তিনি।

জি ২০ সম্মেলন উপলক্ষ্যে সেজে উঠছে রাজধানী দিল্লি। অতিথি অপ্যায়নে রাখা হয়েছে এলাহি ব্যবস্থা। ভারতীয় ‘ঐতিহ্য অনুযায়ী খোদাই রুপোর পাত্রে অতিথিদের খাদ্য পরিবেশন করা হবে। পানীয় দেওয়া হবে সোনার প্রলেপ দেওয়া পাত্রে। দেশে এই প্রথম জি ২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাই আয়োজনে খামতি রাখতে চাইছে না মোদী সরকার।

সম্মলেন যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়, তার জন্য সকাল ৬টায় গঙ্গার ঘাটে পৌঁছে যান রাজ্যপাল। রাজ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে তিনি গঙ্গাপুজো দেন।

(পড়তে পারেন। আবার কি মুখ্যমন্ত্রী–রাজ্যপাল মুখোমুখি দেখা হতে চলেছে?‌ নয়াদিল্লিতে একই বাড়িতে দু’‌জন)

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নতুন মহৎ কিছু করার আগে আমরা মা গঙ্গার আশীর্বাদ নিয়ে থাকি। জি-২০ শীর্ষবৈঠকে ভারত নিজের সেরাটা তুলে ধরতে পুরোপুরি তৈরি। সে জন্য মা গঙ্গার আশীর্বাদ জরুরি। এই বৈঠক গোটা দেশের জন্য, বাংলার জন্য অত্যন্ত জরুরি। বিশেষত এতে নব ভারত, নব বাংলার সূচনা হতে চলেছে। তা আরও উদ্দীপনার কথা। সে জন্য আমাদের জোটবদ্ধ হতে হবে, মা গঙ্গার আশীর্বাদ নিতে হবে। উন্নয়নের পথে নিরন্তর এগিয়ে যেতে হবে। ঠিক যে ভাবে মা গঙ্গা চলেছেন। সেই জন্য, এই মুহূর্তে ওঁর আশীর্বাদ জরুরি।’

প্রশ্ন হল জি ২০ সাফল্য কামনায় তিনি একাই তো গঙ্গা পুজো করতে পারতেন, তিনি অন্তর্বর্তী উপাচার্যদের সঙ্গে নিলেন কেন, যাদের আবার তিনি নিজেই নিয়োগ করছেন? এ নিয়ে রাজনৈতির মহলের ব্যাখ্যা,শনিবার  বিকাশ ভবনে বৈঠকে ডাকা হয়েছে রাজ্য ৩১টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের। সূত্রের খবর, রাজভবন থেকে তাঁদের অনেকেই এই বৈঠকে যেতে বারণ করা হয়েছে। আজই রয়েছে সেই বৈঠক। তার আগে সাতসকালে উপাচার্যদের নিয়ে গঙ্গা পুজো দিয়ে রাজ্যকে কি বার্তা দিতে চাইলেন রাজ্যপাল? তাঁর সঙ্গেই রয়েছেন, তাঁর নিয়োগ করা উপাচার্যরা।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here