Home আপডেট Garden Reach Building Collapse: ‘স্কোয়ার ফিট কাউন্সিলর’দের জন্য ভেঙেছে বহুতল, গার্ডেনরিচ নিয়ে দাবি সুকান্তর

Garden Reach Building Collapse: ‘স্কোয়ার ফিট কাউন্সিলর’দের জন্য ভেঙেছে বহুতল, গার্ডেনরিচ নিয়ে দাবি সুকান্তর

Garden Reach Building Collapse: ‘স্কোয়ার ফিট কাউন্সিলর’দের জন্য ভেঙেছে বহুতল, গার্ডেনরিচ নিয়ে দাবি সুকান্তর

[ad_1]

গার্ডেনরিচে বহুতল ভেঙে মৃত্যুমিছিলের জন্য তৃণমূল কংগ্রেস ও কলকাতা পুরসভাকে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সকালে দিল্লির বিমানে ওঠার আগে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, তৃণমূল কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয়, তাই আজ এই পরিণতি।

সুকান্তবাবু বলেন, ‘গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয়। প্রতি স্কোয়ার ফিটে যদি পয়সা নেন তাহলে আপনার মেরুদন্ডে প্রতিবাদ করার জোর থাকবে? আজকে একটা ভেঙেছে, ৩০ বছর পর আরো বাড়ি ভাঙবে। আপনি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, চেতলা কোথায় যাবেন, সব জায়গায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয়। এরা হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলর’।

আরও পড়ুন: মশাগ্রামকে বর্ধমান কর্ডলাইনের সঙ্গে জোড়ার কাজ শেষ পথে, দ্রুত চালু হবে রেললাইন

তাঁর অভিযোগ, ‘এক এক জন কাউন্সিলরের এর সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ সরকারি জায়গা। এইতো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর’।

সুকান্তবাবু জানিয়েছেন, দিল্লিতে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। আগেই দিল্লিতে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: সিএএ-তে পুরুষাঙ্গ পরীক্ষার নিদান তথাগতর, ‘নগ্ন প্রতিহিংসা…’, সরব তৃণমূল

রবিবার রাত ১১টা ৪৯ মিনিটে কলকাতা বন্দর লাগোয়া গার্ডেনরিচ এলাকায় ভেঙে পড়ে একটি নির্মিয়মান বহুতল। পুকুর বুজিয়ে বিনা অনুমতিতে বহুতলটি তৈরি হচ্ছিল বলে অভিযোগ। এমনকী ২টি বাড়ির মধ্যে ন্যূনতম যে ফাঁক থাকার কথা তাও রাখা হয়নি নির্মাণের সময়।বহুতলের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৫ জন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here