Home বিনোদন Virgin Cinefest’র মন্ঞ্চেই হয়ে গেল প্রথম বর্ষ Golden Galaxy Award

Virgin Cinefest’র মন্ঞ্চেই হয়ে গেল প্রথম বর্ষ Golden Galaxy Award

Virgin Cinefest’র মন্ঞ্চেই হয়ে গেল প্রথম বর্ষ Golden Galaxy Award
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

শহর কলকাতার বুকে এখন ছুটির আমেজ। ড়াতাসে লেগেছে হাল্কা ঠান্ডার ছোঁয়া।সেই ছুটির আমেজেই চলছে চলচ্চিত্র উৎসব । সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল একটু ভিন্ন স্বাদের চলচিত্র উৎসব। যেখানে শুধু সিনেমা নয় নারী স্বাধীনতার উৎকর্ষের বহিঃ প্রকাশ,শিল্প কলা সহ স্বাধীন চলচ্চিত্র পরিচালকদের কাজকে সন্মানিত করার এক অনন্য প্লাটফর্মকে প্রত্যক্ষ করলাম আমরা। virgin cinefest ‘এ আয়োজিত হয়ে গেল প্রথম বর্ষ Golden Galaxy award অনুষ্ঠান । অনুষ্ঠিত হল ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে। পাশাপাশি আয়োজন করা হয়েছিল শর্ট ফিল্মের প্রদর্শনী ও। পুরষ্কারপ্রদান সহ এই অনুষ্ঠানটির উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়,পাপিয়া অধিকারী সহ মিসেস ইন্ডিয়া ইউনিভার্স ২০১৮ সংগীতা সিং, শিল্পী ওয়াসিম কাপুর,ডঃ রাজেশ পুরোহিত সহ হিউম্যান ল্যাব কর্পোরেশনের চেয়ারপার্সন শ্রী শৈলীক ভৌমিক। ফেস্টিভ্যালে সারা বিশ্বের ১৪২ টি দেশ থেকে প্রায় ২৫০০ ছবি থেকে প্রতি মাসে ২০টি ছবি মনোনীত করে দেখানো হচ্ছে। সাবিত্রী চ্যাটার্জী জানান ” তিনি সম্মান পাবার জন্য অভিনয় করেন না।দর্শকদের ভালোবাসাই তাঁর কাছে বড় সম্মান । “