Home আপডেট HC on Social boycott: ‘সভ্য সমাজে সামাজিক বয়কটের কোনও স্থান নেই,’ এক মামলায় বলল হাইকোর্ট

HC on Social boycott: ‘সভ্য সমাজে সামাজিক বয়কটের কোনও স্থান নেই,’ এক মামলায় বলল হাইকোর্ট

HC on Social boycott: ‘সভ্য সমাজে সামাজিক বয়কটের কোনও স্থান নেই,’ এক মামলায় বলল হাইকোর্ট

[ad_1]

সভ্য সমাজে একজন নাগরিককে সামাজিক বয়কটের কোনও জায়গা নেই, কলকাতা হাইকোর্ট বুধবার একটি মামলার শুনানিতে এই মন্তব্য করেছে। এক ব্যক্তি হুগলির আরামবাগ এলাকায় তার সম্পত্তির সামনে বেআইনি মন্দির নির্মাণের বিরুদ্ধে অভিযোগ জানায়। এর পরই সে সামাজিক বয়কটের সম্মুখীন হয়।

 মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘কোনও নাগরিক বা তার পরিবারের সদস্যদের যে কোনও সামাজিক বয়কট, প্রশাসনকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। একটি সভ্য সমাজে এর কোনও স্থান নেই’। এলাকার ওই পরিবারের নিরাপত্তা দায়িত্ব পুলিশের। তাদের এলাকায় নিয়মিত টহলদারির নির্দেশ দেন বিচারপতি। 

আবেদনকারী আরামবাগের রণজিৎ মণ্ডল তাঁর বাড়ির সামনে একটি মন্দিরের বেআইনি নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মামলাকারীর আইনজীবী সোমনাথ মুখার্জি আদালতকে বলেন, মামলা দায়ের করা সত্ত্বেও, তাঁর মক্কেলকে স্থানীয়রা সামাজিক বয়কট করেছেন এবং ঝামেলার সম্মুখীন হচ্ছেন।

বিচারপতি সেনগুপ্ত দৃঢ়ভাবে জানিয়ে দেন, ‘এটি আইনে অনুমোদিত নয়’। তিনি বলেন, মামলাকারী ২০২২ সালের নভেম্বরে নির্মাণের বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন আদেশ পেয়েছিলেন আরামবাগ সিভিল কোর্ট থেকে, যা মন্দিরের দিকে যাওয়ার পথের জন্য একটি স্থিতাবস্থা বাধ্যতামূলক করেছিল।

হাইকোর্ট বলে প্রত্যেক পক্ষকে দেওয়ানি আদালতের মাধ্যমে সম্পত্তি-সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে হবে এবং আইন নিজের হাতে নেওয়া কোনও ভাবেই যাবে না।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here