Home ভুঁড়িভোজ how to make soru chakli pithe

how to make soru chakli pithe

how to make soru chakli pithe

[ad_1]

ঝোলা গুড়ের গন্ধে এখন চারদিন ম’ম৷ পৌষ মাস যখন চলছেই তখন বানিয়েই ফেলুন সরু চাকলি পিঠে৷ ঝোলা গুড়ে ডুবিয়ে খান সরু চাকলি পিঠে৷কী কী লাগবেগোবিন্দভোগ চাল-২ কাপবিউলির ডাল-১ কাপমৌরি-১ চা চামচ

নুন-১/৪ চা চামচঘি-২ টেবল চামচকীভাবে বানাবেনবিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখুন৷ গোবিন্দভোগ চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন৷ চাল, ডাল একসঙ্গে জল দিয়ে বেটে ঘন মিশ্রণ তৈরি করুন৷ এর মধ্যে নুন ও মৌরি মিশিয়ে ১ ঘণ্টা রেখে দিন যাতে কিছুটা ফারমেন্ট করে৷মাঝারি আঁচে ননস্টিক প্যান গরম করুন৷ প্যানে ঘি ছড়িয়ে দিন৷ এবার গোল হাতায় করে চাল-ডাল বাটা দিয়ে তাওয়ায় ছড়িয়ে দিন৷ একপিঠ ভাল করে সেঁকা হলে উল্টে দিয়ে অন্য পিঠও সেঁকে নিন৷ তবে কোনও পিঠ যেন বেশি মুচমুচে না হয়ে যায়৷ঝোলা গুড়ের সঙ্গে খান সরু চাকলি পিঠে৷

Tags: Dessert Recipes, Recipes, Winter Recipes

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here