Home আপডেট Howrah hawkers: মেট্রো চালু হলেও হাওড়ায় মিটল না হকার সমস্যা, লোকসভার পরেই কি পদক্ষেপ?

Howrah hawkers: মেট্রো চালু হলেও হাওড়ায় মিটল না হকার সমস্যা, লোকসভার পরেই কি পদক্ষেপ?

Howrah hawkers: মেট্রো চালু হলেও হাওড়ায় মিটল না হকার সমস্যা, লোকসভার পরেই কি পদক্ষেপ?

[ad_1]

শুক্রবার হাওড়া ময়দান পর্যন্ত শুরু হয়েছে মেট্রো চলাচল। তবে হাওড়া ময়দানে হকার সমস্যার সমাধান হল না। যার ফলে হাওড়া ময়দানে হকারদের দখলদারির ছবি বদলায়নি। কিন্তু, মেট্রো চালু হওয়ার পরেও কেন দখলদারিদের সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে না? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। সেক্ষেত্রে জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সামনেই যেহেতু লোকসভা ভোট, তাই এই মুহূর্তে হকার উচ্ছেদের পথে যেতে চাইছে না প্রশাসন। যদিও কিছু হকারকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাতে পরিস্থিতি কিছুই বদলায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র এক নম্বর গেটের সামনে থেকে বেআইনি বাস স্ট্যান্ড সরানো হয়েছে। সেটি পিছনের দিকে করা হয়েছে। তাছাড়া, মেট্রো স্টেশনের গেটের সামনে যাতে বাস বা অন্যান্য গাড়ি পার্কিং করতে না পারে তারজন্য সামনের অংশ ঘিরে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে হাওড়া ময়দান এলাকার ফুটপাত ও রাস্তা থেকে জবরদখলকারীদের সরানোর বিষয়ে সেরকম কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। 

আরও পড়ুনঃ হকার উচ্ছেদ নিয়ে হাওড়া স্টেশনে ধুন্ধুমার, RPF এর বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ

তাছাড়া, বেআইনি গাড়ি পার্কিং লট সরানোর জন্যও বিশেষ কোনও উদ্যোগও দেখা যায়নি প্রশাসনের। ফলস্বরূপ, এখনও দু’নম্বর গেটের মুখে ও বাইরের ফুটপাত দখল করে বসে রয়েছেন হকাররা। পুলিশ তাদের আটকাতে ব্যর্থ হয়েছে বললেই চলে। এরফলে সমস্যায় পড়তে হচ্ছে মেট্রোর যাত্রীদের। এমন অবস্থায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। এবিষয়ে পুলিশের উচ্চ পদস্থ এক আধকারিক জানিয়েছেন, লোকসভা ভোটের পরে এনিয়ে পদক্ষেপ করা হবে। 

অন্যদিকে, মেট্রো পরিষেবা শুরুর হওয়ার আগেই হকারদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি করেছিল মেট্রো। সেই চুক্তি অনুযায়ী, শ্রী মার্কেটের পুরনো জায়গায় মেট্রো কর্তৃপক্ষ নতুন ভবন তৈরি করে দেওয়ার কথা জানিয়েছিল। সেখানে হকারদের স্টল দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু, স্টল না পাওয়ায় শ্রী মার্কেট হকার্স কর্নার ব্যবসায়ী সমিতি’র তরফে বিক্ষোভ করা হয়েছে। 

তাদের বক্তব্য, চুক্তিমতো কাজ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এনিয়ে মেট্রো পরিষেবা শুরুর দিন মহাত্মা গান্ধী রোড থেকে মিছিল করে এসে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখিয়েছেন। প্রায় কয়েকশো হকার এদিন বিক্ষোভে যোগ দেন। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here