Home আপডেট Hair cut: মনের মতো হয়নি চুল কাটা, সেলুন মালিকের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ জানালেন যুবক

Hair cut: মনের মতো হয়নি চুল কাটা, সেলুন মালিকের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ জানালেন যুবক

Hair cut: মনের মতো হয়নি চুল কাটা, সেলুন মালিকের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ জানালেন যুবক

[ad_1]

মনের মতো চুল কাটা হয়নি। তাই সেলুন মালিকের বিরুদ্ধে সোজা থানায় গিয়ে নালিশ জানালেন যুবক। এমন অভিযোগ শুনে কার্যত হতবাক পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের। যদিও যুবকের অভিযোগ শুনে অবশ্য পদক্ষেপ করেনি পুলিশ। সেক্ষেত্রে পুলিশের বক্তব্য, এটা কোনও ক্রিমিনাল ম্যাটার নয়, এটা সিভিল ম্যাটার। শুধু পুলিশই নয়, এমন অভিযোগ শুনে হেসে লুটোপুটি খেয়েছেন সেলুন মালিকও।

আরও পড়ুনঃ মাথার চুল পুড়িয়ে ফেলার জন্য দু’কোটি টাকার ক্ষতিপূরণ অত্যন্ত বেশি- সুপ্রিম কোর্ট

কী ঘটেছিল?

জানা গিয়েছে, ক্ষীরপাইয়ে সিনেমা হলের কাছে ওই সেলুনটি রয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি সেই সেলুনে চুল কাটতে গিয়েছিলেন যুবক। কীভাবে চুল কাটতে হবে তা মৌখিকভাবে সেলুন মালিককে জানিয়েছিলেন যুবক। কিন্তু, তারপরও সেলুন মালিক উলটো পালটাভাবে চুল কেটেছিলেন বলে যুবকের অভিযোগ। এরপর বাড়ি ফিরে সাবান দিয়ে চুল ধুয়ে মাথা আঁচড়ানোর সময় যুবক লক্ষ্য করেন দুদিকে চুল পাতলা রয়েছে এবং উপরের দিকে চুল ছোট বড় রয়েছে। তা দেখে বেজায় ক্ষুব্ধ হয়ে যান যুবক। পরে তিনি আবার সেলুনে যান গত ৫ মার্চ। তখন সেলুন মালিককে চুল ঠিক করে দিতে বলেন তিনি। কিন্তু, এরপরও বাড়ি গিয়ে দেখেন চুল ঠিক হয়নি।

এরপর যুবক সোজা থানায় গিয়ে সেলুন মালিকের বিরুদ্ধে নালিশ জানান। তার আর্জি, সেলুন মালিকের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিক পুলিশ। এক্ষেত্রে পুলিশের এক আধিকারিকের বক্তব্য, এটা যেহেতু সিভিল ম্যাটার তাই তার উচিত সিভিল কোর্টে গিয়ে মামলা করা। তাছাড়া তিনি সেলুনে গিয়ে যে ডিজাইনের চুল কাটতে বলেছিলেন সেই ডিজাইন তার সঙ্গে থাকতে হবে।

জানা গিয়েছে, বছর দুয়েক আগে একটি মামলায় ওই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। সে ক্ষেত্রে ঘাটাল মহকুমা আদালতের বিচারকের ওপর হামলার চেষ্টা করেছিল ওই যুবক। একটি ডিভোর্স মামলার দীর্ঘ সুত্রতার অভিযোগ তুলে যুবক বিচারককে ইট মারার জন্য আদালত চত্বরের বাইরে অপেক্ষা করছিলেন। যদিও তার গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। অবশেষে পুলিশ তাকে ধরে ফেলে। আর এবার সেলুন মালিকের বিরুদ্ধে মনের মতো চুল না কাটার অভিযোগ তুললেন যুবক অবশ্য এ নিয়ে বিশেষ গুরুত্ব দিতে চাননি। যদিও এই অভিযোগ নিয়ে বিশেষ গুরুত্ব দিতে চাননি সেলুন মালিক। সেক্ষেত্রে তার বক্তব্য, যুবকের মাথায় সমস্যা রয়েছে। চুল চাইলেই যেমন তেমনভাবে কাটা যায় না।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here