Home আপডেট Howrah Maidan to Esplanade metro timings: ১০ মিনিট ছাড়াই মেট্রো চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডে! কখন থেকে শুরু? কখন শেষ?

Howrah Maidan to Esplanade metro timings: ১০ মিনিট ছাড়াই মেট্রো চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডে! কখন থেকে শুরু? কখন শেষ?

Howrah Maidan to Esplanade metro timings: ১০ মিনিট ছাড়াই মেট্রো চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডে! কখন থেকে শুরু? কখন শেষ?

[ad_1]

আগামিকাল ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (গ্রিন লাইন) হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশের উদ্বোধন হতে চলেছে। তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে কবে থেকে ওই অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে, তা নিয়ে ধন্দ আছে। বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার কয়েকদিনের মধ্যেই পরিষেবা শুরু করে দেওয়া হবে। আর তখন ১০ বা ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চলতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে। সূত্রের খবর, সকাল ছ’টা ৩০ মিনিট নাগাদ পরিষেবা শুরু হতে চলেছে। শেষ মেট্রো চলতে পারে রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত।

কতক্ষণ ছাড়া হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে মেট্রো চলবে?

মেট্রো সূত্রে খবর, প্রাথমিকভাবে অফিসের ব্যস্ত সময় (সকাল ৯ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত, বিকেল ৫ টা থেকে রাত ৮ টা) সর্বাধিক ১০ মিনিট বা ১২ মিনিট ছাড়া মেট্রো চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে। কারণ ওই অংশে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রচুর যাত্রী মেট্রো ধরতে আসবেন বলে ধারণা মেট্রো কর্তৃপক্ষের। সেই পরিস্থিতিতে ভিড় সামলানোর সময় ১০-১২ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Kolkata Airport: আধ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিমান, মেট্রো-সমীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা এয়ারপোর্টে

আর যে সময় যাত্রীদের ভিড় কিছুটা কম থাকবে তথা অফিস টাইম থাকবে না, সেইসময় ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে ১৫ মিনিটের ব্যবধানে পরিষেবা মিলতে পারে। যদিও সরকারিভাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের দাবি, এখনও টাইমটেবিল চূড়ান্ত করা হয়নি।

কতক্ষণ পরিষেবা মিলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয়?

টাইমটেবিল চূড়ান্ত না হওয়ায় এখনও পর্যন্ত সেই বিষয়টিও নির্ধারিত হয়নি। তবে সূত্রের খবর, সকাল ৬ টা ৩০ মিনিট থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে পরিষেবা শুরু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। সেটা মেরেকেটে সাতটা হতে পারে। তারপর রাত ৯ টা ৩০ মিনিট পরিষেবা চালু রাখতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Underwater metro in Kolkata start date: ‘ফাইনাল’ ডেট, এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো! কবে উদ্বোধন? জানালেন রেলমন্ত্রী

এমনিতে আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (গ্রিন লাইন) যে অংশে বাণিজ্যিক পরিষেবা চালু আছে, সেখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৬ টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো ছাড়ে। আর রাত ১০ টা পর্যন্ত মেট্রো চলাচল করে। শেষ মেট্রো ছাড়ে রাত ৯ টা ৪০ মিনিট থেকে (সল্টলেক সেক্টর ফাইভ)। আর শিয়ালদা থেকে শেষ মেট্রো ছাড়ে ৯ টা ৩৫ মিনিটে।

আরও পড়ুন: East-West metro fare list: এক টিকিটেই হাওড়া থেকে রুবি, ভাড়া ৫০ টাকা! বাকি স্টেশনে কত লাগবে? জানাল মেট্রো

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here