Home আপডেট Soumitra-Sujata: সৌমিত্রকে ‘লম্পট চরিত্রহীন’ বলে কটাক্ষ, ‘কোথায় গেল ১৫ কোটি?’ প্রশ্ন সুজাতার

Soumitra-Sujata: সৌমিত্রকে ‘লম্পট চরিত্রহীন’ বলে কটাক্ষ, ‘কোথায় গেল ১৫ কোটি?’ প্রশ্ন সুজাতার

Soumitra-Sujata: সৌমিত্রকে ‘লম্পট চরিত্রহীন’ বলে কটাক্ষ, ‘কোথায় গেল ১৫ কোটি?’ প্রশ্ন সুজাতার

[ad_1]

এবারও লোকসভা ভোটে বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। তৃতীয়বারের জন্য তিনি বিষ্ণুপুর কেন্দ্র থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর প্রার্থী ঘোষণা হতেই একাধিক অভিযোগ তুলে সৌমিত্র খাঁকে ধুয়ে দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। সৌমিত্র খাঁকে লম্পট চরিত্রহীন বলে কটাক্ষ করে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন প্রাক্তন স্ত্রী। সাংসদ তহবিলের কোটি কোটি টাকা কী করছেন সৌমিত্র? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সুজাতা।

আরও পড়ুনঃ ‘বিজেপির শত্রু’, সৌমিত্রর নামে পড়ল পোস্টার, অন্তর্দ্বন্দ্বের তত্ত্ব তৃণমূলের
তৃণমূলের তরফ থেকে একটি সভার  আয়োজন করা হয়। সেই সভা থেকে সৌমিত্রকে তীব্র আক্রমণ করেন প্রাক্তন স্ত্রী সুজাতা। তিনি সৌমিত্রিকে লম্পট চরিত্রহীন সাংসদ বলে মন্তব্য করে তাঁকে  ভোট না দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানান , শুধু তাই সৌমিত্র ভোট চাইতে আসলে তাঁকে কী জিজ্ঞেস করতে হবে সে বিষয়েও পরামর্শ দিয়েছেন। সুজাতা মণ্ডল বলেছেন, সৌমিত্র ভোট চাইতে আসলে তাঁকে জিজ্ঞাসা করা দরকার যে তিনি সংসদ এলাকার উন্নয়নের জন্য তাঁর তহবিলের ১৫ কোটি টাকা কী করেছেন? প্রসঙ্গত আগামী ১০ মার্চ  ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রয়েছে। তার প্রচারে রবিবার জয়পুর বিডিও অফিস সংলগ্ন মাঠে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্রকে আক্রমণ করেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা খাঁ।
সুজাতার কটাক্ষ, পাঁচ বছর আগে সৌমিত্র খেতে পেতেন না। এখন তাঁর প্রচুর সম্পত্তি হয়েছে। কোথায় থেকে সেই সম্পত্তি এল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, সৌমিত্রকে সন্ধ্যা ৭টার পর পাওয়া যায় কিনা। এর পরে বিষ্ণুপুরে যাতে তিনি কোনওভাবেই জিততে না পারেন সে বিষয়ে আবেদন জানান। 

উল্লেখ্য, গত শনিবার লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে ১৯৫ জনের নাম রয়েছে, যার মধ্যে বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় রয়েছে সৌমিত্রর নাম । সৌমিত্র ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন। বিষ্ণুপুর থেকে তিনি বিজেপির টিকিটে লড়াই করে জয়ী হন। সেই সময় আদালতের নির্দেশে তিনি প্রচার করতে পারেননি। তবে তাঁর হয়ে প্রচার চালিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী । সেক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে সৌমিত্রর জয়ের পিছনে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মত রাজনৈতিক মহলের।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here