HS 2024: বিরাট ছুটি! উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে রাজ্যের এই প্রাথমিক স্কুলগুলি বন্ধ থাকবে, নোটিশ জারি


উচ্চমাধ্যমিক চলার সময় রাজ্য়ের একাধিক প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে। কোন স্কুলগুলিতে ছুটি থাকবে তা নিয়ে নির্দেশিকা জারি করল উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তরফে ১২ ফেব্রুয়ারি নোটিশ জারি করা হয়েছে। সমস্ত ভ্যেনু সুপারভাইজার ও সংশ্লিষ্ট সকলকে এব্যাপারে সতর্ক করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, উচ্চমাধ্য়মিক পরীক্ষার দিনগুলিতে ওই পরীক্ষাকেন্দ্রের চত্বরে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানকার সব কাজ (তার মধ্য়ে ক্লাসও রয়েছে) তা বন্ধ রাখতে হবে। পরীক্ষার দিনগুলিতে সেই চত্বরে থাকা প্রাথমিক বিদ্যালয়ের কাজ বন্ধ রাখতে হবে।

তবে সেই সঙ্গেই নোটিশে উল্লেখ করা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের চত্বরের বাইরে যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে তাদের জন্য এই নোটিশ কোনওভাবেই প্রযোজ্য নয়। অর্থাৎ সেখানে যেমন ক্লাস, পঠনপাঠন বা অন্যান্য কাজ যেমনটা চলছিল তেমনটাই চলবে। সমস্ত ভেনু সুপারভাইজার ও সংশ্লিষ্ট সকলকে এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য এই নির্দেশিকা জারি করেছেন।

অর্থাৎ বাংলায় একাধিক উচ্চমাধ্যমিক স্কুল রয়েছে যে স্কুলের চত্বরে প্রাথমিক স্কুলও রয়েছে। মানে সাধারণত সকালে সেখানে প্রাথমিক বিভাগের কাজ হয়। আর বেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পঠনপাঠন হয়। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় যদি সেই একই চত্বরে থাকা প্রাথমিক বিভাগে ক্লাস হয় তবে পরীক্ষা চালানোর ক্ষেত্রে সমস্য়া হতে পারে সেকারণে কোনও ঝুঁকি নিতে চাইছে না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেকারণে সেই সংশ্লিষ্ট প্রাথমিক স্কুলগুলিতে আপাতত পরীক্ষার দিনগুলিতে ছুটি দেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্য জুড়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে। এবার পরীক্ষার প্রশ্নপত্র যাতে কোনওভাবে ফাঁস না হয়ে যায় সেব্যাাপরে সবরকমভাবে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সাধারণত কোনও পরীক্ষাতে তাদের সন্তানরা পরীক্ষার্থী হলে সেই শিক্ষক-শিক্ষিকা পরীক্ষা চলাকালীন ছুটিতে থাকেন। উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইএসসি বা অন্য যেকোনও ধরনের বোর্ড পরীক্ষাতেই পরীক্ষার্থীর বাবা-মা যদি শিক্ষক হন, তাহলে তিনি পরীক্ষা চলাকালীন ছুটি পান।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘… উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার্থীর মা-বাবারা যদি শিক্ষক হন, তাহলে তারা ছুটি পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আবেদন করতে হবে। যদি মা এবং বাবা দুজনেই শিক্ষক হন, সে ক্ষেত্রে কোনও একজন এই ছুটি পাবেন। যিনি কর্মরত অবস্থায় থাকবেন, তিনি বিদ্যালয়েতে গেলেও পরীক্ষা সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না। বিদ্যালয়ের অন্যান্য কাজ তাকে করতে হবে।’ আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

28 mins ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

30 mins ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

58 mins ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

1 hour ago

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে…

2 hours ago

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে…

2 hours ago