Home আপডেট আই লিগের খেতাবী লড়াইয়ে “রাজকীয়” প্রত্যাবর্তন লাল-হলুদের

আই লিগের খেতাবী লড়াইয়ে “রাজকীয়” প্রত্যাবর্তন লাল-হলুদের

শুভব্রত মুখার্জি~ যুবভারতীতে চেন্নাইয়ের বিরুদ্ধে মরণ-বাচন ম্যাচে দেখা গেলো লাল-হলুদ ঝড়,তাতে কার্যত “খড়কুটোর” মতন উড়ে গেলো চেন্নাই সিটি এফসি। ডুডুর দুরন্ত ৪ গোলের সৌজন্যে ইস্টবেঙ্গল জিতলো ৭-১ গোলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে জামিলের ছেলেরা। ১৯ মিনিটের মাথায় চেন্নাই ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে যান আমনা। ২২ মিনিটের মাথায় চুলোভার ক্রস বের করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন রাবাণন। ৩২ মিনিটের মাথায় চেন্নাই ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের প্রথম গোল ডুডুর।

দ্বিতীয়ার্ধের প্রথমেই ৪৯ মিনিটের মাথায় আমনার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ডুডু। ৫৫ মিনিটের মাথায় ক্রোমার ক্রস থেকে ডান পায়ের প্লেসিংয়ে হ্যাটট্রিক ডুডুর। ৫৯ মিনিটের মাথায় চেন্নাইয়ের হয়ে জুনিয়রের ক্রসে গোল করে যান মশুর।  ৬১ মিনিটের মাথায় কর্নার থেকে নিজের ৪ নম্বর গোল করে ব্যবধান বাড়ান ডুডু।  ৮৩ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন আই লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা গ্যাব্রিয়েল ফার্নান্ডেজ।

এই জয়ের ফলে ১৬ ম্যাচে  ২৯ পয়েন্টে চলে গেলো ইস্টবেঙ্গল। আরও জোরালো হলো ১৪ বছর বাদে সমর্থকদের আই লিগ জয়ের স্বপ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here