Home আপডেট Illegal construction: বেআইনি নির্মাণ ভাঙার ওপর কোনও স্থগিতাদেশ নয়, কড়া অবস্থান হাইকোর্টের

Illegal construction: বেআইনি নির্মাণ ভাঙার ওপর কোনও স্থগিতাদেশ নয়, কড়া অবস্থান হাইকোর্টের

Illegal construction: বেআইনি নির্মাণ ভাঙার ওপর কোনও স্থগিতাদেশ নয়, কড়া অবস্থান হাইকোর্টের

[ad_1]

রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে গার্ডেনরিচে। বেআইনি বহুতল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনার পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত কোনও মামলায় শুনতে চাইলেন না বিচারপতি অমৃতা সিংহ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বেআইনি নির্মাণ থাকলে তা ভাঙার উপর কোনওভাবেই স্থগিতাদেশ দেওয়া হবে না। 

আরও পড়ুনঃ গার্ডেনরিচের জের, ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ, তালিকা করে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ

মঙ্গলবার বেআইনি নির্মাণ সংক্রান্ত তিনটি মামলা ওঠে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে। তখন বিচারপতি মন্তব্য করেন, আদালত বেআইনি নির্মাণ ভাঙতে বললে সেই নির্দেশ কার্যকর করতে হবে। মানুষের জীবনের সুরক্ষা হল মূল বিষয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আদালতে এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না। 

জানা গিয়েছে, কয়েকজন আইনজীবী নির্মাণ নিয়ে বিচারপতি অমৃত সিংহের কাছে আবেদন জানান। সে ক্ষেত্রে তাদের আবেদন ছিল, অন্য কোর্ট নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশে হস্তক্ষেপের আর্জি জানান আইনজীবীরা। তখনই এমন মন্তব্য করেন বিচারপতি। তিনি আরও বলেন, কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আদালত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিলে সেই নির্দেশই বহাল থাকবে। কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না।

রবিবার রাতে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। এরপর ঘটনাস্থল খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। পুর আধিকারিকদের অবিলম্বের বেআইনি বাড়ির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। সেই তালিকা ধরে ধরে বাড়ি ভাঙাতে বলা হয়েছে।

সোমবার বিকালে ডিজি বিল্ডিংয়ের সঙ্গে বৈঠক করেন মেয়র। সেই বৈঠকে তিনি এই নিয়ে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন। পুর আধিকারিকদের প্রতিদিন সকালে অফিসে এসেই সকাল সাড়ে দশটার মধ্যে নিজ এলাকায় ঘুরে বেড়াতে হবে। কোথাও কোনও বেআইনি নির্মাণ হচ্ছে কিনা সে দিকে নজর রাখতে হবে। যদি কোথাও কোনও বেআইনি নির্মাণ চোখে পড়ে তবে অবিলম্বে তা ভাঙার ব্যবস্থা করতে হবে। ওই দিন রিপোর্ট তৈরি করে পরের দিন তা ভেঙে ফেলতে হবে। 

এদিকে, গার্ডেনরিচের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে । কেন এত দিন এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রোমোটার। আরও জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here