Home আপডেট Kolkata Metro Timetable on Dol 2024: দোলের দিন ৭ ঘণ্টা লেটে শুরু হবে মেট্রো পরিষেবা! কখন প্রথম ও শেষ গাড়ি? রইল সূচি

Kolkata Metro Timetable on Dol 2024: দোলের দিন ৭ ঘণ্টা লেটে শুরু হবে মেট্রো পরিষেবা! কখন প্রথম ও শেষ গাড়ি? রইল সূচি

Kolkata Metro Timetable on Dol 2024: দোলের দিন ৭ ঘণ্টা লেটে শুরু হবে মেট্রো পরিষেবা! কখন প্রথম ও শেষ গাড়ি? রইল সূচি

[ad_1]

সোমবার সাধারণত ২৮৮টি মেট্রো চলাচল করে থাকে। কিন্তু দোলের জন্য আগামী ২৫ মার্চ নর্থ-সাউথ করিডর (ব্লু লাইন) মাত্র ৬০টি মেট্রো চালানো হবে। শুধু তাই নয়, আর পাঁচটা সোমবার সকাল সাতটার আগেই ওই লাইনে মেট্রো চলতে শুরু করলেও দোলের দিন দুপুর ২ টো ৩০ মিনিটের আগে পরিষেবা মিলবে না বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ২৫ মার্চ দিনভর মাত্র ৬০টি মেট্রো চলবে। কবি সুভাষ থেকে ছাড়বে ৩০টি মেট্রো। আর কবি সুভাষের দিকে ৩০টি মেট্রো আসবে। অন্যদিন সেই সংখ্যাটা ১৪৪টি করে মোট মেট্রো ২৮৮টি চালানো হয়।

দোলের দিন (২৫ মার্চ) প্রথম মেট্রো কখন চালানো হবে?

১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো: দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো চলবে। সপ্তাহের প্রথম কর্মদিবসে সাধারণত সকাল ৬ টা ৫০ মিনিটে প্রথম মেট্রো ছাড়ে। 

২) দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো: দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। সোমবার সাধারণত সকাল ৬ টা ৫০ মিনিটে প্রথম মেট্রো চালানো হয়। 

৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো: দুপুর ২ টো ৩০ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে। এমনিতে সোমবার সকাল ৬ টা ৫৫ মিনিটে মেট্রো পরিষেবা শুরু হয়। 

৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো: দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। অন্য সোমবার সকাল সাতটায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মেলে।

আরও পড়ুন: Howrah Maidan to Esplanade metro fare: হাওড়া ময়দান থেকে রুবি-দমদম যেতে কত ভাড়া? রইল তালিকা, পুরনো স্মার্টকার্ডে হবে?

সেই সূচি অনুযায়ী, অন্য সোমবারের নিরিখে ২৫ মার্চ প্রায় সাড়ে সাত ঘণ্টা পর থেকে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (ব্লু লাইন) পরিষেবা শুরু হবে। অর্থাৎ দোলের সকালে যদি কোথাও যাওয়ার থাকে, তাহলে সড়ক বা রেলপথই ভরসা। তবে শেষ পরিষেবার সময়সূচি পালটানো হয়নি বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Kolkata metro fare list from Esplanade: এসপ্ল্যানেড থেকে যেতে পারবেন ৩০ মেট্রো স্টেশনে! কোথায় কত ভাড়া পড়বে? রইল তালিকা

দোলের দিন (২৫ মার্চ) শেষ মেট্রো কখন মিলবে?

১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো: রাত ৯ টা ৩০ মিনিট।

২) দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।

৩) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট।

৪) কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।

আরও পড়ুন: Majherhat Metro timetable and fare: ২৫ মিনিট ছাড়া পরিষেবা, জোকা-মাঝেরহাট লাইনে প্রথম ও শেষ মেট্রো কখন? ভাড়া কত?

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here