Home আপডেট Justice Ganguly LIVE: ‘BJP-তেই যোগ দিচ্ছি আমি’, ঘোষণা করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Justice Ganguly LIVE: ‘BJP-তেই যোগ দিচ্ছি আমি’, ঘোষণা করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Justice Ganguly LIVE: ‘BJP-তেই যোগ দিচ্ছি আমি’, ঘোষণা করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

[ad_1]

বিজেপিতে কি যোগ দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? বিজেপির টিকিটে কি তিনি লোকসভা লড়াই করতে চলেছেন? সেই জল্পনার মধ্যেই আজ সাংবাদিক বৈঠক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। যিনি আজই নিজের ইস্তফাপত্র ডাকযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী র্মুর্মু এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। দেখা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সঙ্গে। তারপর সল্টলেকে নিজের বাড়িতে চলে আসেন। সেখানেই তাঁর সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের আপডেট

— বুধবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দেবেন? বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান,  

— দুর্নীতিমুক্ত দল নাকি দুর্নীতিমুক্ত কিনা, সেটা আমার বিষয় নয়। আমায় কোনও দায়িত্ব দিলে আমি সেটা দুর্

— বিজেপিতে কেন যোগ দিলেন? বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিজেপি একমাত্র সর্বভারতীয় দল। যে দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।’ সেইসঙ্গে তিনি জানান, এই রাজ্যে একমাত্র বিজেপিই হল সর্বভারতীয় দল।

— বিচারপতি গঙ্গোপাধ্যায়: আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি। শীঘ্রই যোগদান করব। সম্ভবত ৭ মার্চ যোগ দেব। কোন আসন থেকে আমি লড়াই করব, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষনেতৃত্ব। এই বিষয়ে কিছু জানি না। আমি টিকিট পাই বা না পাই, আমি বিজেপির নীতি রূপায়ণের কাজ করব।

— প্রাথমিকভাবে সূর্য সেনের মূর্তির পাদদেশে নিজের পরবর্তী পদক্ষেপের বিষয়ে মুখ খুলবেন বলে জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে আজ সকালে জানিয়ে দেন যে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন। তিনি বলেন, ‘এখানে (যে সাংবাদিক বৈঠক করব বলেছিলাম, সেটা) করতে পারছি না। ১৪৪ ধারা থাকে তো।’

— কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষদিন ছিল সোমবার। তাঁর হাতে যে মামলাগুলি ছিল, সেগুলি ছেড়ে দেন তিনি। তারইমধ্যে আবেগে ভেসে যান মামলাকারীদের একাংশ। অনেকের চোখে জলও দেখা যায়। যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান যে তাঁর যাওয়ার সময় এসে গিয়েছে।

আরও পড়ুন: Justice Abhijit Ganguly recent update: ‘আপনার কারণে সন্তানের চিকিৎসা হয়েছে, প্রণাম করতে চাই’, আবেগের বিস্ফোরণ হাইকোর্টে

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here