Home আপডেট Jyotipriya Mullick: আমি মৃত্যুশয্যায়, CGO কমপ্লেক্স থেকে বেরনোর সময় কাতর স্বরে বললেন জ্যোতিপ্রিয়

Jyotipriya Mullick: আমি মৃত্যুশয্যায়, CGO কমপ্লেক্স থেকে বেরনোর সময় কাতর স্বরে বললেন জ্যোতিপ্রিয়

Jyotipriya Mullick: আমি মৃত্যুশয্যায়, CGO কমপ্লেক্স থেকে বেরনোর সময় কাতর স্বরে বললেন জ্যোতিপ্রিয়

[ad_1]

পক্ষঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কার পর এবার মৃত্যুভয়ের কথা জানালেন রেশন দুর্নীতিকাণ্ডে ED হেফাজতে থাকা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার করিয়ে CGO কমপ্লেক্স ঢোকার সময় এই আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। এদিন কার্যত বিধ্বস্ত দেখাচ্ছিল মন্ত্রীকে। চোখে মুখে দুর্বলতার ছাপ স্পষ্ট। তবে বিরোধীদের দাবি, জামিন পেতে এসব করছেন জ্যোতিপ্রিয়।

এদিন সকালে বিধাননগরের CGO কমপ্লেক্স ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, ‘শরীর অত্যন্ত খারাপ, মৃত্যুশয্যায় প্রায়। লেফট সাইডটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে।’ তবে তাঁর স্ত্রী ও মেয়েকে বাকিবুর রহমান বিনা সুদে ৯ কোটি টাকা ঋণ দিয়েছে… এক সাংবাদিক এটুকু বলতেই তিনি বলে ওঠেন, ওসব গল্প ছেড়ে দিন।

গ্রেফতারির পর থেকে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করে এসেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকী গত রবিবার স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার আগে তিনি নিজেকে ‘মুক্ত’ বলেও দাবি করেন। সোমবার তাঁকে আদালতে পেশ করলে ফের ৭ দিনের ED হেফাজত হয় তাঁর। সেদিন আদালত থেকে বেরনোর পর প্রত্যয়ী ভাবে বলেছিলেন, এক সপ্তাহ পরে দেখা হবে।

এদিন CGO কমপ্লেক্সে দেখা যায় মন্ত্রী প্রায় চলতে পারছেন না। অসাড় হয়ে গিয়েছে। দু’দিকে ২ জন ইডি আধিকারিক তাঁকে ধরে গাড়ি থেকে বার করেন। সাংবাদিকদের ওই কয়েকটি কথা বলেই গাড়িতে উঠে বসেন তিনি। এর পর শরীর ছেড়ে ঘাড় এলিয়ে দেন।

জ্যোতিপ্রিয়র এই অসুস্থতা যদিও মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, সোমবার জামিন পেতে জ্যোতিপ্রিয় নাটক করছেন। নইলে এই কয়েক দিনের মধ্যে এমন কী হল যে তিনি একেবারে মৃত্যুশয্যা পৌঁছে গেলেন? জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতাল থেকে বেরোলে পাওয়া যাবে সেই প্রশ্নের উত্তর।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here