Home আপডেট Kalyan Cowbey: টাকা দিয়ে ভোট কিনেছে তৃণমূল, এবার আদালতে সাক্ষী দিয়ে বললেন BJPর কল্যাণ চৌবে

Kalyan Cowbey: টাকা দিয়ে ভোট কিনেছে তৃণমূল, এবার আদালতে সাক্ষী দিয়ে বললেন BJPর কল্যাণ চৌবে

Kalyan Cowbey: টাকা দিয়ে ভোট কিনেছে তৃণমূল, এবার আদালতে সাক্ষী দিয়ে বললেন BJPর কল্যাণ চৌবে

[ad_1]

এবার তৃণমূলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলল বিজেপি। মানিকতলা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনেছিলেন বলে আদালতে সাক্ষ দিলেন ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ওই মামলায় কল্যাণবাবুকে আগামী বৃহস্পতিবার ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রবীণ তৃণমূল নেতা সাধন পাণ্ডের সঙ্গে টক্কর হয় তরুণ বিজেপি নেতা কল্যাণ চৌবের। তবে সাধনের দুর্গে তাঁর সঙ্গে সুবিধা করে উঠতে পারেননি কল্যাণ। এর পর সাধনবাবুর বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ তুলে আদালতে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। সেই মামলার শুনানিতে কল্যাণবাবু আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, ২০২১ সালের ভোটে মানিকতলা কেন্দ্রের মহিলা ভোটারদের ৫০০ টাকা করে দিয়ে ভোট কিনেছিলেন সাধন পান্ডে। এছাড়া ভোটারদের নানা ভাবে ভয় দেখানো হয়েছে। যে সব জায়গা এই দুই পদ্ধতি কাজ করেনি সেখানে ভোটে গন্ডগোল করেছে তৃণমূল। নিজের দাবি প্রমাণ করতে আদালতে বেশ কয়েকটি ছবি দেখান কল্যাণ চৌবে।

রাজ্য বিধানসভায় ৯ বার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন সাধনবাবু। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান তিনি। দীর্ঘ রোগভোগের পর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় তাঁর। তবে তার পরও জারি রয়েছে মামলা। বৃহস্পতিবার ফের বিচারপতি সেনগুপ্তের এজলাসে শুনানি হবে মামলাটির। সেদিন ফের কল্যাণবাবুকে আদালতের নির্দেশ দিয়েছে আদালত।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here