Home আপডেট কঙ্গনা রানাওয়াতের অ্যাকাউন্ট ‘Hateful Conduct’ নীতির জন্য বন্ধ করল টুইটার

কঙ্গনা রানাওয়াতের অ্যাকাউন্ট ‘Hateful Conduct’ নীতির জন্য বন্ধ করল টুইটার

কঙ্গনা রানাওয়াতের অ্যাকাউন্ট ‘Hateful Conduct’ নীতির জন্য বন্ধ করল টুইটার

মোদীর কট্টর ভক্ত হিসেবে পরিচিত নায়িকা কঙ্গনা রানাওয়াত প্রায়ই টুইটারকে হাতিয়ার করে নিশানা করেন একে-ওকে। বাদ যায় না বিনোদন জগত থেকে শুরু করে রাজনীতিবিদরাও। তবে, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎই কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দেওয়া হল। কেন? বাংলার ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে একাধিক টুইট করেছিলেন তিনি। যা টুইটারের ‘Hateful Conduct’ নীতির বিরুদ্ধে, অর্থাৎ ঘৃণা ছড়ায় এমন বার্তা দিচ্ছিলেন কঙ্গনা।

কী টুইট করেছিলেন কঙ্গনা? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিজেপি নেতা স্বপন দাশগুপ্তর টুইটে অভিযোগের পরিপ্রেক্ষিতে কঙ্গনা তাঁর টুইটে লিখেছিলেন, ‘এটা ভয়ঙ্কর… গুন্ডাইকে মেরে ফেলার জন্য আমাদের সুপার গুন্ডাইয়ের প্রয়োজন… তিনি অব্যক্ত দানবের মতো, তাঁকে দমন করার জন্য দয়া করে ২০০০ সালের প্রথম দিকের বিরাট রূপটা দেখান মোদীজি… #PresidentRuleInBengal’।’

২ মে বাংলায় ভোটের ফলাফল সামনে আসার পর কঙ্গনা টুইট করেছিলেন, ‘’বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।’