Home আপডেট শীত ফিরল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে,দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস……

শীত ফিরল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে,দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস……

শীত ফিরল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে,দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস……

সত্যি হল আবহাওয়া দফতের পূর্বাভাস। এক ঝটকায় প্রায় ৩ ডিগ্রি নামলো তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একেবারে অনেকটাই নামলো তাপমাত্রার পারদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে এদিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। ডিসেম্বরের প্রথম দিকে সেভাবে ঠাণ্ডা না পড়ায় কার্যত মন খারাপ হয়ে গিয়েছিল শীত প্রেমীদের। কবে আসবে শীত, সেটাই হয়ে দাঁড়িয়েছিল লক্ষ টাকার প্রশ্ন। যদিও হাওয়া অফিস জানিয়েছিল শুক্রবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ।বাস্তবেও দেখা গেল তেমনটাই। শুক্রবার থেকেই পতন শুরু হয় তাপমাত্রার। শনিবার তা আরও বেশকিছুটা নামে। তাপমাত্রা এখনও খানিকটা নামতে পারে বলেই মনে করা হচ্ছে। এদিকে তাপমাত্রার পারদ নামতে শুরু করতেই মুখে হাসি শীত প্রেমীদের। শীতের নরম রোদ পিঠে নিয়ে সপ্তাহের শেষে যাকে বলে একেবারে ছুটির মেজাজ। অনেকেই বেড়িয়ে পড়েছে পরিবার বন্ধুবান্ধব ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে। শহরের দ্রষ্টব্য স্থানগুলিতে জমতে দেখা যাচ্ছে ভিড়ও। সঙ্গে চলছে শীতের স্পেশাল খাওয়া দাওয়া। মনে করা হচ্ছে তাপমাত্রা আরও নামলে বাড়বে ভিড়ের পরিমান।