Home আপডেট Kunal Ghosh: সোমবার শিক্ষামন্ত্রীর বৈঠকে চাকরিপ্রার্থীদের সঙ্গে যাবেন কুণালও

Kunal Ghosh: সোমবার শিক্ষামন্ত্রীর বৈঠকে চাকরিপ্রার্থীদের সঙ্গে যাবেন কুণালও

Kunal Ghosh: সোমবার শিক্ষামন্ত্রীর বৈঠকে চাকরিপ্রার্থীদের সঙ্গে যাবেন কুণালও

[ad_1]

সোমবার শিক্ষামন্ত্রী বৈঠকে বসবেন এসএলএসটি (নবম থেকে দ্বাদশ শ্রেণির) চাকরিপ্রার্থীরা। সেই বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানা গিয়েছে, চাকরি প্রার্থীদের দাবি মেনে তাঁদের সঙ্গে শিক্ষা দফতরের বৈঠকে থাকবেন কুণাল।

এ প্রসঙ্গে এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম নেতা অভিষেক সেন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা চেয়েছিলাম কুণালদা আমাদের হয়ে বৈঠকে থাকুক। তিনি আমাদের থাকতে রাজি হয়েছে।’ কুণালও জানিয়েছেন, চাকরি প্রার্থীরা তাঁকে অনুরোধ করেছিল। সেই অনুরোধ মেনে তিনি যাবেন। 

শনিবার ১০০০ দিনে পড়ে শিক্ষক চাকরিপ্রার্থীদের আন্দোলন। ওই দিন মেয়ো রোডের ধর্না মঞ্চে গিয়েছিলেন বাম, কংগ্রেস, বিজেপি নেতৃবৃন্দ। মহিলা চাকরিপ্রার্থীরাও চুল কেটে প্রতিবাদ জানান। এ সবের মধ্যেই মঞ্চে হাজির হন কুণাল ঘোষ। প্রথম দিকে তিনি চাকরি প্রার্থীদের বাধার মুখে পড়লেও পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। অভিষেক সেন বলেন, ‘এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করিয়েছেন কুণাল ঘোষ। শনিবার তিনি মঞ্চে এসেছিলেন। আমরাও তাঁকে সোমবারের বৈঠকে ডেকেছি।’

(পড়ুন। ‘আপনি আমার মায়ের মতো,’ প্রণাম করে বানারহাটে বৃদ্ধার বাড়ি চায়ের আড্ডা মমতার) 

ধর্না মঞ্চ থেকে ফিরে কুণাল এক্স পোস্টে লেখেন, ‘মুখ্যমন্ত্রী নিয়োগ চান। অভিষেক নিয়োগ চান। তিনি তো এঁদের সঙ্গে বসেছিলেন। প্রক্রিয়া এগিয়েছিল। ব্রাত্য নিয়োগ চান। কারুর বা কিছু লোকের জন্য জটিলতা হয়েছে। এই জটিলতা কাটাতে সর্বশক্তিতে চেষ্টা চলছে। সরকার আন্তরিক। আইনি জট কাটাতে কী করা যায়, ভাবছেন তাঁরা, দেখা যাক। আমি এবং আমরা সবাই চাই, জট খুলুক। আইনি সমস্যা কাটুক। নিয়োগ হোক।’

তৃণমূলের রাজ্য সম্পাদকের এই পোস্টের পর মনে করাই যেতে সোমবারের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, সামনে লোকসভা ভোট। একদিকে ডিএ আন্দোলনকারী এবং অন্যদিকে এসএলএসটি চাকরিপ্রার্থী, শাসকদলের দুপাশে কার্যত কাটার ফুটছে এই দুই আন্দোলন। তাই তারা চাইছে এবার জট কাটুক। রাস্তা থেকে ঘরে ফিরুন আন্দোলনকারীরা। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here