Home আপডেট Kunal Ghosh on JD (U) claims: ‘সৌজন্য দেখিয়ে খাড়্গের নাম বলেন মমতা,’ JD(U)-র ষড়যন্ত্রের দাবিকে ওড়ালেন কুণাল

Kunal Ghosh on JD (U) claims: ‘সৌজন্য দেখিয়ে খাড়্গের নাম বলেন মমতা,’ JD(U)-র ষড়যন্ত্রের দাবিকে ওড়ালেন কুণাল

Kunal Ghosh on JD (U) claims: ‘সৌজন্য দেখিয়ে খাড়্গের নাম বলেন মমতা,’ JD(U)-র ষড়যন্ত্রের দাবিকে ওড়ালেন কুণাল

[ad_1]

আরজেডির হাত ছেড়ে নীতীশ কুমার বিজেপির হাত ধরার পর জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেন, কংগ্রেসের ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম বলিয়েছিল। ত্যাগী সেই দাবিকে উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষর দাবি, ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে নয়, সৌজন্য দেখিয়েই খাড়্গের নাম প্রস্তাব করেন মমতা।

এদিন কুণাল ঘোষ বলেন, ‘জোটের বড় দল কংগ্রেস। সেই দলের সভাপতি খাড়গে। তিনি দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। সৌজন্য দেখিয়ে মমতা তাঁর নাম প্রস্তাব করেন।’ জেডিইউকে কটাক্ষ করে কুণালের বলেন, ‘যদি আপত্তি থাকে তবে তখন বললেন না কেন? তাহলে কি পদের জন্য ওরা জোটে গিয়েছিলেন? মমতা প্রথম থেকেই বলেছেন তিনি কোনও পদ চান না।’ জেডিইউ মিথ্যাচার করছে বলে এদিন দাবি করেন কুণাল।

তবে নীতীশের ইন্ডিয়া জোটের না থাকাকে সেভাবে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। তবে দলের তরফে জেডিইউ-এর জোট বদল নিয়ে কিছু হচ্ছে না বলেই জানিয়েছেন কুণাল। তিনি বলেন,’এতে বিরোধীদের লড়াইয়ের উপর কোনও প্রভাব পড়বে না। বিহারের মানুষ বিজেপি আর তার সঙ্গীকে সমর্থন করবে না। আরজেডি নেতা তেজস্বী যাদবে সমর্থন করবে। ‘

প্রসঙ্গত, জেডিইউ ইন্ডিয়া জোট ছাড়ার পরই প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এতে ইন্ডিয়া জোটের কোনও অসুবিধা হবে না। নীতীশ কুমারের প্রতি বিহারের মানুষের আস্থা নেই। এতে তেজস্বী যাদবের সুবিধা হল।

নীতীশের পদত্যাগ নিয়ে আরও খবর

উন্নয়নে মহাজোট সরকারে তেজস্বীর ভূমিকা কতটা, নীতীশের পদত্যাগের দিন বিজ্ঞাপন RJD-র

নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) রবিবার বিহারে নতুন সরকার গঠনের জন্য বিজেপির সঙ্গে হাত মেলাতেই মাঠে নেমে পড়ল প্রধান বিরোধী দল হয়ে যাওয়া রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে, রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শুরু করার ক্ষেত্রে তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

‘যেখানে ছিলাম সেখানে ফিরেছি, আর কোথাও যাওয়ার প্রশ্ন ওঠে না’, ফের পালটি খাওয়ার পর প্রতিশ্রুতি নীতিশের

এ দিন শপথ নেওয়ার পর নীতীশ বলেন, ‘আমি ওঁদের (এনডিএ) সঙ্গে আগেও ছিলাম। তবে আমরা ভিন্ন রাস্তায় পরে হাঁটি। আমরা আবার একসঙ্গে ছিলাম, আর একসঙ্গেই থাকব। আমি এসেছি আমি যেখানে ছিলাম সেখানে। আর কোথাও যাওয়ার প্রশ্ন ওঠেনা।’

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here