Kunal Ghosh on Sandeshkhali: কেন সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির আন্দোলন এক নয়, ব্যাখ্যা করলেন কুণাল – TMC leader Kunal Ghosh explains why Sandeshkhali movement is not the same as Singur


গত সপ্তাহ থেকে সন্দেশখালিতে গ্রামবাসীদের বিক্ষোভ শুরু হয়েছে। লাঠি-সোটা নিয়ে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, মিছিল করছেন। শুধু ভেড়ি বা জমি দখল নয় মহিলাদের বিরুদ্ধেও অত্যাচারের অভিযোগ উঠছে। অনেকই এই বিক্ষোভ মিছিলের সঙ্গে সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলনের তুলনা করছেন। এর বিরোধিতা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মতে, নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের সঙ্গে ফারাক রয়েছে সন্দেশখালির আন্দোলনের। 

তাঁর মতে, নন্দীগ্রাম বা সিঙ্গুরে যে গণ আন্দোলন হয়, তা হয়েছিল সরকারের বিরুদ্ধে। কিন্তু সন্দেশখালিতে আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। এই আন্দোলন হচ্ছে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে। মঙ্গলবার এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন কুণাল। সেখানে তিনি বলেন, ‘সন্দেশখালিতে যতটা রটনা হচ্ছে ঘটনা ততটা নয়। বিকৃত-অতিরঞ্জিত করা হচ্ছে। যাঁরা সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির তুলনা করছেন তাঁরা মনে রাখবেন, সিঙ্গুর নন্দীগ্রামে অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে। সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।’

কেন সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে এর তফাৎ তার আরও যুক্তি দিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক বলেন, ‘মানুষ লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ করছেন। কিন্তু একটা ছবি দেখাতে পারবেন পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বা গুলি চালিয়েছে? এটা বাম জামানার ট্রিগার হ্যাপি পুলিশ নয়।’ কুণাল পুলিশের ভূমিকা তুলেও সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির পার্থক্য বোঝানোর চেষ্টা করেন। 

পড়ুন। CPM – BJPর অভিযোগ মিথ্যা, সন্দেশখালিতে লিজের টাকা ফেরানোর ব্যবস্থা করবে তৃণমূল’

তিনি আরও বলেন, ‘যদি কোনও অভিযোগ থাকে তাও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে। এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে, দল ব্যবস্থা নিয়েছে। পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নিয়েছে।’

পড়ুন। ‘সন্দেশখালিতে নির্যাতিতাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করছে পুলিশ’

প্রসঙ্গত, মঙ্গলবার সন্দেশখালি যান মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি সেখানে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘অনেকে লিজের টাকা দেয়নি মানুষকে। নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার মধ্যে ১ জনকে আমরা ইতিমধ্যে দল থেকে সাসপেন্ড করে দিয়েছি। সে শেষ ২ বছর ভেড়ির লিজের টাকা দেয়নি। এর পর শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধেও একই অভিযোগ আসে। দল উত্তম সরদারের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে শিবু হাজরার ক্ষেত্রেও একই নেবে। আমি বলেছি লিজের তালিকা তৈরি করতে। যারা যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়া দায়িত্ব দলের।’



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

45 mins ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

47 mins ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

4 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

13 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

13 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

13 hours ago