Home আপডেট ক্রমশ কমছে দৈনিক সংক্রমণ, স্বস্তি ফিরছে দেশের অধিকাংশ রাজ্যে

ক্রমশ কমছে দৈনিক সংক্রমণ, স্বস্তি ফিরছে দেশের অধিকাংশ রাজ্যে

ক্রমশ কমছে দৈনিক সংক্রমণ,  স্বস্তি ফিরছে দেশের অধিকাংশ রাজ্যে

দেশে করোনার দৈনিক সংক্রমণ ক্রমশ কমছে। স্বস্তি ফিরছে অধিকাংশ রাজ্যেই। কিন্তু এরই মধ্যে অস্বস্তি বজায় রাখছে কেরল। এখনও সেখানে সংক্রমণ বেশি নামছে না। না, নতুন করে সংক্রমণ বাড়েনি সেখানে। কিন্তু কাঙ্ক্ষিত ভাবে সেখানে সংক্রমণ কমছেও না।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থতার সংখ্যাটা বেশ কিছুটা কমে গিয়েছে, যদিও তা নতুন সংক্রমণের থেকে বেশিই ছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের  তথ্য অনুযায়ী সোমবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন।

সংক্রমণের হার এখনও ২ শতাংশের সামান্য উপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫ লক্ষ ২২ হাজার ৫০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত এ দিন সংক্রমণের হার ছিল ২.৬১ শতাংশ। এমনিতেও সোমবারে, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সংক্রমণের হার বেশিই হয়।

সোমবারের পর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ৭১। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ৩ হাজার ২৭৯ জন। বর্তমানে দেশে ১.৫৭ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় দেশের ৮টি রাজ্যে দৈনিক সংক্রমণ এক হাজারের বেশি ছিল। এর মধ্যে কেরলের সংক্রমণ এখনও চিন্তার। সেখানে সংক্রমণ যেমন ১০ হাজারের ওপরে রয়েছে, তেমনই সংক্রমণের হারও ১০ শতাংশের নীচে নামছে না। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কোথায় কেমন ছিল, দেখে নিন।

১) কেরল – ১২,১০০

২) মহারাষ্ট্র – ৯,৩৩৬

৩) তামিলনাড়ু – ৩,৮৬৭

৪) অন্ধ্রপ্রদেশ – ৩,১৭৫

৫) ওড়িশা – ২, ৮৭০

৬) কর্নাটক – ১,৫৬৪

৭) পশ্চিমবঙ্গ – ১,২৯৭

৮) অসম – ১,২১৩

তবে দৈনিক সুস্থতার সংখ্যাটি অনেকটাই কমে এসেছে সোমবার। দৈনিক সংক্রমণের থেকে সেটা বেশি রেকর্ড করা হলেও গত মার্চের পর সর্বনিম্ন দৈনিক সুস্থতা রেকর্ড করেছে ভারত এ দিন। এর মূল কারণ দুটি, প্রথমত দেশে সংক্রমণ এমনিতেই কমছে, তাই সুস্থতা স্বাভাবিক ভাবেই কমবে। আর দ্বিতীয়ত, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র দৈনিক সুস্থতার সংখ্যাটি খুব একটা আপডেট করেনি। সে কারণে প্রত্যাশার থেকেও অনেক কম মানুষ সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪২ হাজার ৩৫২ জন। এর ফলে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন। দেশে সুস্থতার হার বর্তমানে রয়েছে ৯৭.১০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার নিরিখে সবার ওপরে যে ৫টি রাজ্য ছিল সেগুলি হল কেরল (১১,৫৫১), কর্নাটক (৪,৭৭৫), তামিলনাড়ু (৪,৩৮২) এবং অন্ধ্রপ্রদেশ (৩,৬৯২) এবং মহারাষ্ট্র (৩,৩৭৮)।

স্বস্তি দিয়ে মৃতের সংখ্যা আটশোর নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৭২৫ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে কোভিডের কারণে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২ হাজার ৭২৮ জনের। ভারতে এখন মৃত্যুহার ১.৩২ শতাংশ রয়েছে।