Home আপডেট Leapard Attack: ডুয়ার্সে ফের চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলা, আহত কাকা ও ভাইপো

Leapard Attack: ডুয়ার্সে ফের চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলা, আহত কাকা ও ভাইপো

Leapard Attack: ডুয়ার্সে ফের চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলা, আহত কাকা ও ভাইপো

[ad_1]

ডুয়ার্সে ফের চিতাবাঘের হামলা। চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলায় আহত হলেন ২ জন। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। শনিবার রাতে ডুয়ার্সের দলগাঁও চা – বাগানের কাছে ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর এই হামলা ঘটে। এই ঘটনায় রাতের অন্ধকারে বনাঞ্চলের ভিতর দিয়ে যাতায়াতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বনদফতর।

আহত সজল বর্মন জানিয়েছেন, শনিবার রাতে ভাইপো তাপস বর্মনের সঙ্গে মোটরসাইকেলে করে দলগাঁওবস্তিতে বাড়ি ফিরছিলেন তিনি। তখন একটি চিতাবাঘ রাস্তার পাশে ঝোপ থেকে বেরিয়ে চলন্ত মোটরসাইকেলে হামলা করে। মোটরসাইকেল থেকে পড়ে যান ২ জন। এর পর চিতাবাঘটি জঙ্গলের ভিতরে পালায়। চিতাবাঘটির সঙ্গে ২টি শাবক ছিল বলে জানিয়েছেন তিনি।

সজলবাবু জানিয়েছেন, হামলায় আমরা ২ জনেই আহত হই। তবে তাপসের আঘাত বেশি গুরুতর। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছি।

বনদফতরের তরফে জানানো হয়েছে, ডুয়ার্সের জঙ্গলে চিতাবাঘের হামলার ঝুঁকি সব সময়ই থাকে। বিশেষ করে রাতের দিকে যারা জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করেন তাঁদের এব্যাপারে বেশি সতর্ক থাকা উচিত। আহত যুবকের চিকিৎসার ব্যবস্থা করেছে বন দফতর।

বলে রাখি, গত বছর এই দলগাঁও চা বাগানেই চলন্ত মোটরসাইকেলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল চিতাবাঘ। মোটরসাইকেলে ছিলেন ১ তরুণীসহ ৩ জন। তরুণীর পায়ের মাংস ছিঁড়ে নিয়েছিল চিতাবাঘটি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here