Home আপডেট Madhyamik exam: শিশু কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা নয়, নকল রুখতে নির্দেশ পর্ষদ সভাপতির

Madhyamik exam: শিশু কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা নয়, নকল রুখতে নির্দেশ পর্ষদ সভাপতির

Madhyamik exam: শিশু কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা নয়, নকল রুখতে নির্দেশ পর্ষদ সভাপতির

[ad_1]

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এতদিন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দুধের শিশু কোলে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে মায়েদের। তবে এবার শিশু কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিন মাসের কোলের শিশু পরীক্ষা হলে প্রবেশে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি। শুধু তাই নয় পরীক্ষা চলাকালীন তিন ঘণ্টা ধরে শিশুকে মাতৃস্তন পান করানো যাবে না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: পড়ুয়াদের উপর হাতির হামলা এড়াতে স্কুলগুলির কাছে রুটম্যাপ চাইল মধ্যশিক্ষা পর্ষদ

বৃহস্পতিবার ভেন্যু ইনচার্জদের সঙ্গে বৈঠক করেন পর্ষদ সভাপতি। সেই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন ১১৯ জন ইনচার্জ। সেখানে ভেন্যু ইনচার্জদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন পর্ষদ সভাপতি। সেখানে ইংলিশবাজারের একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশ্ন করেছিলেন, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তিন মাসের শিশুকে মাতৃস্তন পান করানোর জন্য পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মানবিকতার কথা মাথায় রেখে বারণ করা যায় না। কিন্তু, দেখা যায় শিশুদের কাপড়ের মধ্যে নকল রাখা থাকে। সে ক্ষেত্রে কী করা উচিত? তা নিয়ে পর্ষদ সভাপতির কাছে প্রশ্ন করেছিলেন ওই প্রধান শিক্ষক। এমন অভিযোগ শুনে কার্যত হতভাগ হয়ে যান পর্ষদ সভাপতি। তারপরেই তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে কোলের শিশু  অ্যালাও করা যাবে না। তিন ঘণ্টা পর শিশুদের খাওয়ানো যাবে। 

উল্লেখ্য, বিগত বছরগুলিতে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছিল। সে ক্ষেত্রে প্রশ্ন ফাঁস রুখতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনওভাবে প্রশ্ন ফাঁস হলে তা কোন পরীক্ষা কেন্দ্র থেকে ফাঁস হয়েছে তা সহজেই বোঝা যাবে। কীভাবে তা বোঝা সম্ভব তা জানাতে জেলায় জেলায় ভেন্যু ইনচার্জদের সঙ্গে বৈঠক করছেন পর্ষদ সভাপতি। শুধু তাই নয়, কোন পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেটিও অনায়াসে বোঝা সম্ভব বলে জানান পরিষদ সভাপতি।  তিনি জানান, প্রতিটি প্রশ্নপত্রে আলাদা কোড থাকবে তা থেকে বোঝা যাবে কোন পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। মালদহের ভেন্যু ইনচার্জদের সঙ্গে দেখা করার পাশাপাশি প্রশাসনিক আধিকারিক এবং জেলাশাসকের সঙ্গেও বৈঠক করেন পর্ষদ সভাপতি।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here