Home আপডেট Madrasah service commission: একইদিনে পরীক্ষা, মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট বয়কটের ডাক ছাত্র সংগঠনের

Madrasah service commission: একইদিনে পরীক্ষা, মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট বয়কটের ডাক ছাত্র সংগঠনের

Madrasah service commission: একইদিনে পরীক্ষা, মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট বয়কটের ডাক ছাত্র সংগঠনের

[ad_1]

আগামী ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। ঠিক একইদিনে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেটের দিন ধার্য করা হয়েছে। একই দিনে দুটি পরীক্ষার দিন ধার্য করায় বেজায় ক্ষুব্ধ সংখ্যালঘু ছাত্ররা। তাদের বক্তব্য, একই দিনে দুটো পরীক্ষা ফেলে সম্প্রদায়ের স্বার্থকে বঞ্চিত করা হচ্ছে। তাই এর প্রতিবাদে টেট বয়কট করার ডাক দিয়েছে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন। এছাড়াও দুটি ভুল উত্তরের জন্য এক নম্বর কেটে নেওয়ার যে নিয়ম চালু করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন তার বিরোধিতা করেছে ছাত্র সংগঠন। তাদের বক্তব্য, এনসিটিই–র বিধি মানছে না মাদ্রাসা সার্ভিস কমিশন।

আরও পড়ুন: মাদ্রাসায় নিয়োগের নিয়মে বড় পরিবর্তন, বিজ্ঞপ্তি জারি করল কমিশন

মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক টেট স্থগিত রাখার দাবি জানিয়ে কমিশনের সচিব সাজ্জাদ সিদ্দিকাকে ডেপুটেশন দিয়েছে মাদ্রাসা ছাত্র সংগঠন। তাদের বক্তব্য, আপাতত এই পরীক্ষা স্থগিত রাখা হোক। পরে এই দিনক্ষণ ঘোষণা করা হোক। মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, তাঁদের অনেকেই পুলিশ বোর্ডের পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছেন। ফলে একইসঙ্গে দু’টি পরীক্ষা ফেলায় তাদের পক্ষে দুটি পরীক্ষায় উপস্থিত থাকা সম্ভব নয়। এই অভিযোগে গত বৃহস্পতিবার তারা বিকাশভবনের সামনে বিক্ষোভ দেখান।

মাদ্রাসা ছাত্র ইউনিয়নের অভিযোগ, পুলিশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল অনেক আগেই। অথচ মাদ্রাসার টেটের দিনক্ষণ ঠিক করা হয়েছে সপ্তাহখানেক আগেই। সেক্ষেত্রে কেন এই বিষয়ের উপর নজর রাখেনি মাদ্রাসা সার্ভিস কমিশন? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা। যদিও টেটের দিনক্ষণ বদলানো হবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মাদ্রাসা সার্ভিস কমিশন। মাদ্রাসা ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতি সাজিদুর রহমান বলেন, এখনও পর্যন্ত ৭৫৭ অ্যাডমিট পাননি। এ বিষয়ে কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কমিশনের তবে এখনও কোনও উত্তর দেওয়া হয়নি। কেন তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হল? সে বিষয়টি স্পষ্ট করা হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে।মাদ্রাসা সার্ভিস কমিশনের পাশাপাশি বিভিন্ন দফতরে স্মারকলিপি ইমেল করা হয়েছে বলে জানা গিয়েছে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here