Home আপডেট Adhir Chowdhury: আমি অনুতপ্ত! তৃণমূল সাংসদ ডেরেককে ‘বিদেশি’ বলেও পিছিয়ে এলেন অধীর

Adhir Chowdhury: আমি অনুতপ্ত! তৃণমূল সাংসদ ডেরেককে ‘বিদেশি’ বলেও পিছিয়ে এলেন অধীর

Adhir Chowdhury: আমি অনুতপ্ত! তৃণমূল সাংসদ ডেরেককে ‘বিদেশি’ বলেও পিছিয়ে এলেন অধীর

[ad_1]

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে ফরেনার( বিদেশি) বলে উল্লেখ করে কার্যত তাঁর বক্তব্যকে উড়িয়ে দিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবে ডেরেককে এভাবে বিদেশি বলে দাগিয়ে দেওয়ার জেরে নানা প্রশ্ন উঠতে থাকে। তবে সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্য়ে রাজনৈতিক সৌজন্য দেখালেন অধীর চৌধুরী। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়ে দিয়েছেন এই মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ভুলবশত তাঁর( ডেরেক ও ব্রায়েন) সম্পর্কে বিদেশি বলে উল্লেখ করেছিলাম, এটার জন্য় মিস্টার ডেরেক ও ব্রায়েনের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। লিখেছেন অধীর। এনিয়ে নেটমাধ্যমে নানা কথা ভাসছে। তবে অধীর রঞ্জন অবশ্য অত্যন্ত পরিশীলিতভাবে আগের দিনের কথার জন্য কার্যত অনুতাপ প্রকাশ করেছেন।

ঠিক কী হয়েছিল ঘটনাটি?

তৃণমূলের রাজ্য়সভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন জানিয়েছিলেন, বাংলায় দুই দলের জোট না হওয়ার জন্য় একমাত্র দায়ী অধীর চৌধুরী। ডেরেক দাবি করেছিলেন, অধীর চৌধুরী হচ্ছেন কারণ। যার জন্য জোট ঠিকঠাক কাজ করছে না বাংলায়। ইন্ডিয়া জোট নিয়ে নানা আপত্তির কথা বলা হচ্ছে। বলছে দুজন। এক বিজেপি। দুই অধীর চৌধুরী। ডেরেকের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে।

 

সেই প্রশ্নের উত্তরে অধীর বলেছিলেন, উনি ফরেনার। ফরেনার ( বিদেশি) অনেক বেশি জানেন। তাঁকেই প্রশ্ন করে নিন।

কার্যত ডেরেকের যাবতীয় দাবিতে কার্যত উড়িয়ে দিয়েছিলেন অধীর চৌধুরী। এমনকী ডেরেক ও ব্রায়েনকে একেবারে বিদেশি বলে দাগিয়ে দিয়েছিলেন অধীর চৌধুরী।

তবে তার ২৪ ঘণ্টার মধ্য়েই ক্ষমা চেয়ে নিলেন অধীর চৌধুরী। অধীরের মতো দাপুটে নেতা কি তৃণমূলের কাছে আত্মসমর্পণ করছেন? এমন কথাও উঠে আসছে নানা মহলে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ডেরেক ও ব্রায়েনকে বিদেশি বলে দাগিয়ে দিলে তার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। সামনেই লোকসভা ভোট। সেকারণেই আর কোনও ঝুঁকি নিলেন না কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here