Home আপডেট Mahua Moitra writes to EC: ‘গাইডলাইন জারি করুন’, সিবিআই হানা নিয়ে কমিশনকে চিঠি মহুয়া মৈত্রের

Mahua Moitra writes to EC: ‘গাইডলাইন জারি করুন’, সিবিআই হানা নিয়ে কমিশনকে চিঠি মহুয়া মৈত্রের

Mahua Moitra writes to EC: ‘গাইডলাইন জারি করুন’, সিবিআই হানা নিয়ে কমিশনকে চিঠি মহুয়া মৈত্রের

[ad_1]

সিবিআইয়ের উপর নিয়ন্ত্রণ চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল ইন্ডিয়া জোট। এবার কমিশনকে চিঠি দিলেন মহুয়া মৈত্র। চিঠিতে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ন্ত্রণের আবেদন জানিয়েছেন কমিশনের কাছে।

শনিবারই সিবিআই মহুয়া মৈত্রের বাড়ি ও দফতরে হানা দেয়। করিমপুরে তৃণমূল নেত্রীর ভাড়া বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে। 

চিঠিতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়ে তিনি লিখেছেন, তদন্তকারী সংস্থা তাঁর নির্বাচনের কাজে বাধার সৃষ্টি করছে।

চিঠিতে তিনি লিখেছেন, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর আদর্শ আচারণ বিধি জারি রয়েছে। সেই সময় রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে এই তল্লাশি কি আদর্শ আচারণ বিধি বিরোধী নয়?

মহুয়ার প্রশ্ন,কমিশন কী করে একে প্রশয় দিচ্ছে, যেখানে সংবিধান বলছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর রাজনৈতিক দলগুলির মধ্যে সমতা রক্ষা করতে। 

কী করে কমিশন ভুলে যাচ্ছে যে সিবিআই কেন্দ্রের অধিনস্থ একটি সংস্থা। যার ফলে তার উপর কেন্দ্রের শাসকদলের নিয়ন্ত্রণ থাকাই স্বাভাবিক। তারা নির্বাচনী ফায়দা তুলতে এই ধরনের সংস্থাকে কাজে লাগাচ্ছে।

লোকসভা নির্বাচন সংক্রান্ত সব খবর পড়ুন এখানে ক্লিক করে।

তিনি কমিশনকে বলেছেন, এই ধরনের সিবিআই তল্লাশি শুধু প্রচারে বিঘ্ন ঘটাচ্ছেই না, একই সঙ্গে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাই তিনি আশা করছেন, নির্বাচনী আচারণ বিধি চালু থাকাকালীন তদন্তের কাজ কীভাবে চলবে তার একটা গাইডলাইন ঠিক করে দিক নির্বাচন কমিশন।

আরও পড়ুন। স্বামীকে স্ত্রীর চেয়েও উচ্চ আসনে বসিয়ে রাখা অনুচিত, সংসারে উভয়ই সমান, বলল HC

তাঁর দাবি, আচারণ বিধি চালু থাকাকালীন, সিবিআই যাতে কোনও প্রার্থী, নেতা বা রাজনৈতিক ব্যক্তির উপর কড়া পদক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে কমিশনকে। এ বিষয়ে যদি কোনও নির্দেশিকা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে কমিশন, তবে তাও জারি করবে।

আরও পড়ুন। টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট, প্রোমোটারের বিরুদ্ধে FIR, CID তদন্তের নির্দেশ হাইকোর্টের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর নির্বাচন কমিশনকে ইন্ডিয়া জোট আবেদন জানিয়েছিল, সিবিআই, ইডি এবং আয়করকে নিয়ন্ত্রণ করুক তারা। সেই এক সুর মহুয়া মৈত্রের চিঠিতে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here