Home আপডেট Mamata Banerjee: নতুন বছরের শুরুতেই মমতার একের পর এক কর্মসূচি বাতিল, গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতেও যাবেন না, কারণটা কী?

Mamata Banerjee: নতুন বছরের শুরুতেই মমতার একের পর এক কর্মসূচি বাতিল, গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতেও যাবেন না, কারণটা কী?

Mamata Banerjee: নতুন বছরের শুরুতেই মমতার একের পর এক কর্মসূচি বাতিল, গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতেও যাবেন না, কারণটা কী?

[ad_1]

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমস্ত কর্মসূচি পিছিয়ে গেল। নতুন বছরের শুরুতে মমতার একাধিক কর্মসূচি। কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কর্মসূচি বাতিলের বিষয়টি। কিন্তু কেন এই কর্মসূচি বাতিল করা হল তা নিয়ে কোনও কারণের কথা জানানো হয়নি।

এদিকে  নতুন বছরের প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি ছিল। তার মধ্য়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই কর্মসূচিও আপাতত বাতিল করা হয়েছে বলে খবর। কিন্তু কেন আচমকা নতুন বছরেরর শুরুতেই মুখ্যমন্ত্রীর কর্মসূচি বাতিল করা হয়েছে তা নিয়ে কিছু বলা হয়নি।

তবে সূত্রের খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়েছিলেন। তবে সেদিনই তিনি জানিয়ে ছিলেন রুটিন চেক আপের জন্য় তিনি এসেছেন। তবে এবার আচমকাই তাঁর একাধিক কর্মসূচি বাতিল করা হল। এদিকে গত পুজোর আগে থেকেও দীর্ঘদিন বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়়ি থেকেই তিনি পুজো উদ্বোধন করেছিলেন। আর এবার নতুন বছরেও তাঁর একাধিক কর্মসূচি বাতিল করা হল।

তবে সূত্রের খবর, গত শুক্রবার তিনি এসএসকেএমে গিয়েছিলেন। সেখানে তাঁর কিছু চেক আপ হয়। তারপরই কিছুদিন তাঁকে বিশ্রাম নেওয়ার জন্য় বলা হয়েছে কি না তা নিয়ে চর্চা চলছে। সম্ভবত বিশ্রামের কারণেই তিনি তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যেতে পারছেন না বলেই খবর। 

এদিকে আগামী ২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্য়মন্ত্রী সরকারি কর্মসূচি ছিল। তারপর ৩-৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল। কিন্তু সেসব বাতিলা করা হয়েছে। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফরও পিছিয়ে দেওয়া হয়েছে। মমতা এরপর ৮-৯ তারিখে গঙ্গাসাগর যেতে পারেন বলে খবর।কিন্তু ততদিনে মেলা শুরু হয়ে যাবে। কপিল মুনির আশ্রমেও তিনি যেতে পারেন। 

আগামী ৪ জানুয়ারি জয়নগরে তাঁর একটা রাজনৈতিক কর্মসূচি ছিল। সেই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হচ্ছে। গঙ্গাসাগর সফর শেষ করে তিনি গঙ্গাসাগর যাবেন এমন কথা ছিল। কিন্তু সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here