Home আপডেট Mamata Banerjee: ২ লাখ ৪৬ হাজার কৃষকের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর…ভাইপোকে বলুন, পরামর্শ নেটিজেনের

Mamata Banerjee: ২ লাখ ৪৬ হাজার কৃষকের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর…ভাইপোকে বলুন, পরামর্শ নেটিজেনের

Mamata Banerjee: ২ লাখ ৪৬ হাজার কৃষকের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর…ভাইপোকে বলুন, পরামর্শ নেটিজেনের

[ad_1]

পুজোর মুখে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২.৪৬ লাখ কৃষকের ঘরে হাসি ফুটবে এবার। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এনিয়ে লিখেছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য়মন্ত্রীর দাবি, বৃষ্টির ঘাটতির জন্য যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের পাশে থাকবে সরকার। কীভাবে সেটাই জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, আমরা ১৯৭ কোটি টাকা ছাড়ছি। ২ লাখ ৪৬ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক যারা বৃষ্টির ঘাটতির জন্য ধান বুনতে পারেননি তাদের সহায়তা করবে সরকার। এটা বাংলা শস্য বিমার আওতায় দেওয়া হবে। এটা পুরোপুরি রাজ্য সরকারের ফান্ড। শস্য বিমা যোজনার আওতায় এই ফান্ড দেওয়া হবে। রাজ্য সরকারই গোটা প্রিমিয়ামটা দেবে। কৃষকদের এক পয়সাও দিতে হবে না।

সেই সঙ্গেই মুখ্য়মন্ত্রী লিখেছেন, ২০১৯ সাল থেকে এই স্কিমের শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৮৫ লাখ কৃষককে ২৪০০ কোটি দেওয়া হয়েছে।

 

পুজোর মুখে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কম বৃষ্টির জন্য যাঁরা ধান বুনতে পারেননি তাঁদের অনেকেরই মাথায় হাত। তবে এবার তাঁদের পাশে থাকবে সরকার। মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই সমস্যা দেখা দিয়েছে বলে খবর। সেক্ষেত্রে এই মরসুমে কৃষকরা যাতে সমস্য়ায় না পড়েন সেকারণেই ব্যবস্থা নিচ্ছে সরকার। সূত্রের খবর, কৃষি দফতরও গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে এক্স হ্য়ান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী এনিয়ে পোস্ট করতেই নেট নাগরিকদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মতে, এর মাধ্যমে বাংলার প্রচুর কৃষক উপকৃত হবেন।

তবে অনেকে আবার এক্স হ্য়ান্ডেলে অন্যরকম মতামতও দিয়েছেন। এক নেটনাগরিক লিখেছেন, কৃষকদের যে সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে তা অত্যন্ত স্বল্প। বাংলার করদাতাদের কাছ থেকে ভাইপো যে টাকা লুঠ করেছে তা কৃষকদের মধ্য়ে দান করে দিতে বলুন। তবে বেশিরভাগ নেটিজেনই সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সূত্রের খবর, এবার আবহাওয়ার খামখেয়ালিপনার মাসুল গুনেছেন অনেকেই। বহু জায়গায় অতিবৃষ্টি হয়েছে। কোথাও আবার বৃষ্টি কম হয়েছে। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ কৃষকদের। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বড় ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here