Home আপডেট Maynaguri: ব্লাউজের মাপ নেওয়ার সময় বধূর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার পেশায় দর্জি BJP নেতা

Maynaguri: ব্লাউজের মাপ নেওয়ার সময় বধূর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার পেশায় দর্জি BJP নেতা

Maynaguri: ব্লাউজের মাপ নেওয়ার সময় বধূর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার পেশায় দর্জি BJP নেতা

[ad_1]

ব্লাউজের মাপ নিতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ পেশায় দর্জি বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি দোমোহনি এলাকায়। অভিযুক্ত সঞ্জীব দাস যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিজেপি করায় লোকসভা ভোটের আগে ভুয়ো মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

অভিযোগকারিনীর স্বামী জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দোমোহনিতে বাপের বাড়ি গিয়েছিলেন স্ত্রী। সেখানে দোমোহনি ১ নম্বর অঞ্চলের বিজেপির কনভেনর ও পেশায় দর্জি সঞ্জীববাবুর কাছে একটি ব্লাউজ বানাতে দেন তিনি। রবিবার ব্লাউজটি দেওয়ার কথা ছিল। 

অভিযোগ, সঞ্জীববাবু বধূকে জানান, মাপে গোলমাল হওয়ায় ব্লাউজটি তৈরি করা যায়নি। আবার মাপ নিতে হবে। সেই মতো ফের ব্লাউজের মাপ নেওয়া শুরু করেন তিনি। অভিযোগ, তখন ফাঁকা দোকানে বধূর শ্লীলতাহানি করেন সঞ্জীববাবু। কোনওক্রমে নিজেকে ছাড়িয়ে পাশে একটি বিউটি পার্লারে আশ্রয় নেন বধূ। বিউটি পার্লারের কর্মীরাই বধূর স্বামীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। খবর পেয়ে বধূর স্বামী সঞ্জীববাবুর দোকানে গেলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ। এর পর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন বধূর স্বামী। অভিযোগ পেয়ে সঞ্জীববাবুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

সঞ্জীববাবুর বিরুদ্ধে শ্লীলতাহানির ভুয়ো অভিযোগ করে স্থানীয় বিজেপি নেতা চঞ্চল সরকার বলেন, বিজেপি করে বলে ওর বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়া হয়েছে। উনি দীর্ঘদিন ধরে দর্জির কাজ করেন। এলাকায় মা – বোনরা তাঁর কাছ থেকে পোশাক বানান। এর আগে কেউ তো কোনও অভিযোগ করেনি। আর পুলিশ অভিযোগ পেয়েই কোনও তদন্ত না করে তাঁকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিল। পুলিশি তৎপরতাই প্রমাণ করে এই অভিযোগ পূর্ব পরিকল্পিত।

তৃণমূলের দাবি, একজন গ্রাম্য বধূ কখনও নিজের সম্ভ্রম নিয়ে মিথ্যা অভিযোগ করে না। দুষ্কৃতীদের আড়াল করাই বিজেপির কাজ।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here