Home আপডেট MNREGA Scam: ১০০ দিনের কাজের টাকা সরানোর অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ কুলপিতে

MNREGA Scam: ১০০ দিনের কাজের টাকা সরানোর অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ কুলপিতে

MNREGA Scam: ১০০ দিনের কাজের টাকা সরানোর অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ কুলপিতে

[ad_1]

এবার ১০০ দিনের কাজের টাকা মারার অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান কুলপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কয়েক শ বাসিন্দা। তাদের দাবি, পঞ্চায়েত থেকে টাকা দিয়ে দেওয়া হলেও সেই টাকা মেরে দিয়েছেন তৃণমূল নেতা স্বপনকুমার মাঝি। অবিলম্বে বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবি তুলেছেন তাঁরা।

কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ

স্থানীয়দের অভিযোগ ৩ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা পাননি তাঁরা। দিন কয়েক আগে স্থানীয় করঞ্জলি পঞ্চায়েতের সামনে বোর্ড টাঙিয়ে লিখে দেওয়া হয়, ১০০ দিনের কাজের সব টাকা শোধ। এর পরই ক্ষোভ ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, তাদের মধ্যে অনেকেরই বকেয়া এখনও পরিশোধ হয়নি। ওই টাকা সরিয়েছেন তৃণমূল নেতা স্বপনকুমার মাঝি।

গ্রামবাসীদের অভিযোগ

স্থানীয় এক গৃহবধূ বলেন, আমি আমার স্বামীসহ পরিবারের ৪ জন কাজ করেছি। কেউ টাকা পাইনি। আমাদের টাকা অঞ্চল সভাপতি স্বপন মাঝি মেরে দিয়েছে। পঞ্চায়েতে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি। সেখান থেকে টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। তাহলে টাকা গেল কোথায়?

আরেক গ্রামবাসী বলেন, আমাদের টাকা তৃণমূল নেতা স্বপনকুমার মাঝি সরিয়েছে। উনিই কাজ করেছেন। হিসাব ওনাকেই দিতে হবে।

অস্বীকার অভিযুক্তের

অভিযোগ অস্বীকার করে স্বপনবাবু বলেন, টাকা ঢোকেনি একথা ঠিক, কিন্তু আত্মসাতের অভিযোগ ঠিক নয়। ওই কাজ যখন চলছিল তখন হঠাৎ করে কেন্দ্রের পোর্টাল বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্ত তথ্য আপলোড করা যায়নি। এর ফলে বঞ্চিত হয়েছেন ১০০ দিনের কাজের শ্রমিকরা।

তবে তাঁর এই দাবি মানতে নারাজ গ্রামবাসীরা। তাদের স্পষ্ট দাবি, মিথ্যে বলছেন স্বপনবাবু। এব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করার কথা ভাবছেন গ্রামবাসীরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here