Home আপডেট Sandeshkhali CBI prob: ট্রাফিক পুলিশের CBIকেও কেউ মানে না, বললেন ফিরহাদ, তুলনাকে ‘সেম সাইড’ বললেন সুকান্ত

Sandeshkhali CBI prob: ট্রাফিক পুলিশের CBIকেও কেউ মানে না, বললেন ফিরহাদ, তুলনাকে ‘সেম সাইড’ বললেন সুকান্ত

Sandeshkhali CBI prob: ট্রাফিক পুলিশের CBIকেও কেউ মানে না, বললেন ফিরহাদ, তুলনাকে ‘সেম সাইড’ বললেন সুকান্ত

[ad_1]

জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার ও জুলুমবাজির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সিবিআইকেই কটাক্ষ করলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, মানুষ ট্রাফিক পুলিশকে যেমন ‘মানে না’, তেমনি সিবিআইকেও কেউ মানে না। তাঁর এই মন্তব্যের জবাব দিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি  সুকান্ত মজুমদার। তাঁর কটাক্ষ, ‘সেমসাইড’ গোল দিয়েছেন পুরমন্ত্রী। 

বৃহস্পতিবার সিবিআই তদন্ত নিয়ে পুরমন্ত্রীকে প্রশ্ন হলে, জবাবে তিনি বলেন, ‘এখন আর সিবিআইয়ের কোনও অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় এক বার হয়, দু’বার হয়, তিন বার হয়।’ এর বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন, ‘এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, তাতে ট্র্যাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না।’

আরও পড়ুন। ‘ন্যায়বিচারের প্রথম ধাপ’ সন্দেশখালি নিয়ে CBI তদন্তকে স্বাগত জানিয়ে বললেন স্মৃতি

মন্ত্রীর এই মন্তব্যকে ‘সেমসাইড’ বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটে প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘ওঁর বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। রাজ্যের মন্ত্রী হয়ে বলছেন পুলিশ, ট্র্যাফিক পুলিশকে কেউ মানে না! বিপদের সময় মানুষ সেমসাইড গোল করে ফেলে।’ এই প্রসঙ্গে পুলিশের নিরপেক্ষতা নিয়ে ফের নিশানা করেন সুকান্ত। তিনি বলেন, ‘যে সমস্ত পুলিশ আধিকারিক নিরপেক্ষ ভাবে কাজ করেন, তাঁদের মানুষ মানে। আর কেউ কেউ আছেন, যাঁরা তৃণমূলের দালালি করেন।’

আরও পড়ুন। আদালতের রায়েই আস্থা, সন্দেশখালিতে CBI তদন্ত হলে খুব ভালো হবে, বলল শেখ শাহজাহান

প্রসঙ্গত, বুধবারই সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই তদন্তে এলাকা ঘুরে জমি জবরদখল ও অন্যান্য অভিযোগ নিয়ে রিপোর্ট  তৈরি করে তা আদালতে জমা দেওয়ার কথা বলেছে। একই সঙ্গে, একটি ইমেল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এলাকার মানুষ ওই ইমেলে তাদের অভিযোগ জানাতে পারেন। এছাড়া আদালত জানিয়ে দিয়েছে, তদন্তের প্রয়োজনে যে কোনও সরকারি আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা।

আরও পড়ুন। আব কুছ ভি হো, মৌসম বদলনা চাহিয়ে’‌, রেড রোডের মঞ্চ থেকে পরিবর্তনের ডাক অভিষেকের

আরও পড়ুন। ‘মৃত্যু আমায় ভয় পায়’, ইদে মমতা বললেন CAA, NRC ও অভিন্ন দেওয়ানি বিধি করতে দেব না!

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here