Home আপডেট Murshidabad: প্রতিবেশীকে ধর্ষণে অভিযুক্ত জেলা পরিষদ সদস্যকে সাসপেন্ড করল তৃণমূল

Murshidabad: প্রতিবেশীকে ধর্ষণে অভিযুক্ত জেলা পরিষদ সদস্যকে সাসপেন্ড করল তৃণমূল

Murshidabad: প্রতিবেশীকে ধর্ষণে অভিযুক্ত জেলা পরিষদ সদস্যকে সাসপেন্ড করল তৃণমূল

[ad_1]

ধর্ষণে অভিযুক্ত জেলা পরিষদ সদস্যকে সাসপেন্ড করল তৃণমূল। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলি শেখকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সভানেত্রী শাওনী সিংহরায়। অভিযোগ অস্বীকার করেছেন বাবর আলি শেখ।

গত ২ নভেম্বর কোলে সন্তানকে নিয়ে সটান কান্দি থানায় হাজির হন নির্যাতিতা। অভিযোগ করেন, স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে এসে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের ৫৬ নম্বর আসনের তৃণমূল সদস্য বাবর আলি শেখ।

নির্যাতিতা বলেন, জেলা পরিষদ সদস্য হওয়ার পর থেকেই উনি আমাকে জোর করতেন। স্বামী বাড়িতে না থাকলেই হাজির হতেন। আমি ওনাকে বলেছি আমি এসব করতে পারব না। আমাকে ছেড়ে দিন। জবাবে উনি বলেছেন, বাধা দিলে বর – বাচ্চা শুদ্ধু মেরে দেব।

বাবর আলির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই অস্বস্তিতে ছিল তৃণমূল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের জেলা সভানেত্রী শাওনী সিংহরায় বলেন, ‘তিনি যে অন্যায় করেছেন এবং তাঁর বিরুদ্ধে এফআই আর হয়েছে। দল এটাকে কোনও ভাবেই সমর্থন করে না। এটা তাঁর ব্যক্তিগত ভাবে। রাজ্যের নির্দেশানুসারে, দলের পক্ষ থেকে আজ থেকে তাঁকে সাসপেন্ড করছি। সেখানকার ব্লক সভাপতি এবং দলীয় নেতৃত্বকে জানিয়ে দেওয়া হচ্ছে, দলের কোনও কর্মসূচিতে তিনি যেন অংশগ্রহণ না করেন এবং তাঁর মাধ্যমে দলের কোনও কাজ হবে না’।

বাবর আলি শেখ বলেন, ‘কান্দিতে আমার একটা বাড়ি আছে। মহিলা আমার প্রতিবেশী। তাঁর সন্তানরা আমার বাড়িতে খেলা করে। হঠাৎ তিনি কেন আমার বিরুদ্ধে এরকম অভিযোগ করলেন জানি না। আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here