আপডেট

সমাধানসূত্র মিলল না কেন্দ্র – কৃষক বৈঠকে ~ আরও বৃহত্তর আন্দোলনের পথে কৃষক, অনড় কেন্দ্রও ……

লাগাতার অশান্তি-বিক্ষোভের পর মঙ্গলবার বিজ্ঞান ভবনে কৃষক ইউনিয়নের নেতাদের বৈঠকে আহ্বান জানিয়েছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। নানা আপত্তি সত্ত্বেও ওই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রতিবাদী কৃষকদের প্রতিনিধিরা। কিন্তু সেই বৈঠক থেকে কোনও রফাসূত্র মিলল না। এদিনের বৈঠকে একটি কমিটি গড়ে কৃষক প্রতিনিধিদের সঙ্গে কৃষি আইন নিয়ে আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কৃষকদের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়, আর কোনও কমিটি গড়ে আলোচনার সময় এখন আর নেই। দু’তরফের পরবর্তী বৈঠক হবে আগামী ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। কোনও সমাধানসূত্র না বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে বলেই জানিয়েছেন কৃষকরা।সোমবার রাতে কৃষিমন্ত্রী তোমর বলেছিলেন, ‘গত ১৩ নভেম্বর জানিয়েছিলাম, ৩ ডিসেম্বর আলোচনায় বসব আমরা। কিন্তু কৃষকেরা এখন প্রতিবাদের মেজাজে!’ তাই দিনদুয়েক আগেই বৈঠকের আহ্বান জানানো হয়। তিনি বলেছেন, ‘আপনাদের অনুরোধ, প্রতিবাদের রাস্তা থেকে সরে কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধানের পথে হাঁটুন।’ তার আগে অবশ্য ‘অনড়’ প্রধানমন্ত্রী ফের একপ্রস্ত নয়া আইনের ফায়দা বোঝানোর চেষ্টা করেন। এদিনের বৈঠকে কমিটি গড়ে আলোচনার প্রস্তাব দেন তোমর। কিন্তু তা প্রত্যাখ্যান করেন কৃষক প্রতিনিধিরা।উল্লেখ্য, সোমবারই তোমরের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর শর্তসাপেক্ষ আলোচনা-প্রস্তাব রবিবার ফিরিয়েছিলেন কৃষকেরা। চাপটা বাড়ে তখনই। তার উপর কৃষক সংগঠনগুলি জানিয়ে দেয়, ‘গুরুপরব’-এর কারণে অমৃতসর অঞ্চলের যে চাষিরা এত দিন আসেননি, তাঁরাও মঙ্গলবার সকালে রাজধানীর প্রতিবাদে সামিল হবেন। পাল্লা দিয়ে বিরোধী শিবিরের চাপ-ও বাড়ছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন যেমন সোমবারই টুইট করেন, ‘যখনই মোদী-শাহ কৃষি ও কৃষকদের নিয়ে কিছু বলতে চাইবেন তখনই মনে করিয়ে দেব, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলেছিল সরকার৷ বর্তমান হারে চললে ২০২৮ সালের আগে এই আয় দ্বিগুণ হবে না৷ দিদির বাংলায় কিন্তু গত ৯ বছরে কৃষকদের আয় তিনগুণ হয়ে গিয়েছে৷ প্রতিশ্রুতি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করে দেখিয়েছে৷’মোটের উপর বিরোধী-শিবির থেকেই লাগাতার তীক্ষ্ণ সমালোচনা ধেয়ে এসেছে সরকারপক্ষের দিকে। তবে রাজ্যসভার অধিবেশনে বিতর্কিত কৃষি আইন পাশ করানোর বিরোধিতায় ডেরেক যে ভূমিকা নিয়েছিলেন, তার পর বর্তমান আবহে তাঁর প্রতিক্রিয়ার দিকে বিশেষ নজর সব পক্ষেরই। সব মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতেই হত কেন্দ্রকে।

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

2 hours ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

4 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

6 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

6 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

7 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

7 hours ago