Home আপডেট আইনি নোটিশে ঠিকানা ভুল শাহর ~ অমিতে বিরুদ্ধে অভিষেকের মানহানির মামলা গেল ব্যাঙ্কশাল আদালতে……

আইনি নোটিশে ঠিকানা ভুল শাহর ~ অমিতে বিরুদ্ধে অভিষেকের মানহানির মামলা গেল ব্যাঙ্কশাল আদালতে……

আইনি নোটিশে ঠিকানা ভুল শাহর ~ অমিতে বিরুদ্ধে অভিষেকের মানহানির মামলা গেল ব্যাঙ্কশাল আদালতে……

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে মানহানির মামলা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলার শুনানি ছিল এমএলএ-এমপি-দের বিশেষ আদালতে। নিয়ম বহির্ভূতভাবে সমন পাঠানোয় মামলা ফেরত গেল মেট্রোপলিটান কোর্টে।সোমবার মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে হাজিরা দেন তাঁর আইনজীবী ব্রিজেশ ঝা। আদালতকে জানান, মামলার নোটিশে অমিত শাহের ঠিকানা ভুল রয়েছে। এর পর মামলাটি ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারক।মামলকারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানান, ২০১৮ সালের ১১ অগাস্ট মেয়ো রোডে বিজেপি’র সমাবেশ থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল৷ ভারতীয় জনতা পার্টির ‘যুব স্বাভিমান সমাবেশ র‍্যালি’-তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সমাবেশে তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ইউপিএ’র সঙ্গেই ছিলেন৷ ইউপিএ দিয়েছিল ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা৷ আর মোদী সরকার দিয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা। অথচ বাংলার মানুষ উন্নয়নের কোনও টাকা পাননি। কোথায় গেল এই ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা? এটা গিয়েছে ভাইপো আর সিন্ডিকেটের পেটে৷ এই বক্তব্যের প্রেক্ষিতে শাহের বিরুদ্ধে মামলা করেন অভিষেক। সেই মামলায় ২ দিন আগে অমিত শাহ বা তাঁর প্রতিনিধিকে সোমবার বেলা ১০টার মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেয়। এর পরই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে নেওয়ার সাহস নেই বিজেপি নেতাদের। তাই ভাইপো বলে তাঁর বিরুদ্ধে কল্পনাপ্রসূত অভিযোগ করেন তাঁরা। আইনের দ্বারে এবার তার জবাব দিতে হবে। এই মন্তব্য যথেষ্ট অপমানজনক এবং অবমাননাকর৷ এই অভিযোগ তুলেই মানহানির মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর প্রেক্ষিতেই সোমবার সকাল দশটায় সমন পাঠানো হয়েছিল৷ প্রসঙ্গত, বিজেপির রাজ্য দফতরের ঠিকানায় সমন পাঠানো হয়েছিল। তার প্রেক্ষিতেই ভুল ঠিকানা বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফের।