Home আপডেট একুশের ভোটের দিন-ক্ষণ নিয়ে জোরাল ইঙ্গিত মোদীর ~ মার্চের প্রথম সপ্তাহেই ঘোষিত হতে পারে ভোটের দিন……

একুশের ভোটের দিন-ক্ষণ নিয়ে জোরাল ইঙ্গিত মোদীর ~ মার্চের প্রথম সপ্তাহেই ঘোষিত হতে পারে ভোটের দিন……

একুশের ভোটের দিন-ক্ষণ নিয়ে জোরাল ইঙ্গিত মোদীর ~ মার্চের প্রথম সপ্তাহেই ঘোষিত হতে পারে ভোটের দিন……

এরইমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। জোরকদমে প্রচার চলছে সব রাজনৈতিক দলের। কিন্তু ভোট কবে? বঙ্গবাসীর এই কৌতুহলের নিরসরণ করলেন প্রধানমন্ত্রী মোদী নিজেই আজ । সোমবার আসামে গিয়ে মোদীর ইঙ্গিত, মার্চের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ, আসাম সহ তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে পারে। ধেমাজিতে একটি জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেখানেই মোদী বলেন, ধরে নেওয়া যেতে পারে যে, ৭ মার্চ ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিন। তার আগে আসাম এবং পশ্চিমবঙ্গে তিনি বার বার আসবেন, এমনই বলেন মোদী।ওই জনসভাতেই মোদী বলেন, ‘‘আমার যতটা মনে পড়তে আগের বার নির্বাচন ঘোষণা হয়েছিল সেটা সম্ভবত ৪ মার্চ ছিল। এ বারও আমি যে সম্ভাবনা দেখছি তাতে মার্চের প্রথম সপ্তহে যে কোনো দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে।” এর পর মোদী আরও যোগ করেন, “আমি ধরছি ৭ মার্চ নির্বাচন ঘোষণা হবে। তার আগে যতটা সময় পাওয়া যাবে, আমি আপনাদের কাছে আসার চেষ্টা চালিয়ে যাব।’’ অসম এবং এ রাজ্যের পাশাপাশি কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও তিনি বার বার যাবেন বলে জানান মোদী।এ দিকে, সোমবারের পর আরও রাজ্যে মোদীর আরও দুটি সফর চূড়ান্ত হয়েছে। সেগুলি হবে ২৮ ফেব্রুয়ারি এবং ৭ মার্চ। ৭ মার্চ ব্রিগেডে মোদীকে নিয়ে এসে নির্বাচনী জনসভারও পরিকল্পনার রয়েছে রাজ্য বিজেপির।বাংলায় রাজনৈতিক হিংসার অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কাঠগড়ায় তোলা হয়েছে শাসক দল তৃণমূলকে। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে প্রশানের আধিকারিকদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, তেমনই শুনেছেন সব রাজনৈতিক দলের কথা। তারপরই বেনজরির পদক্ষেপ করতে দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে। ভোট ঘোষণার আগেই এই প্রথম বাংলায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। ১২ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু করেছে। যার বিরুদ্ধে সরব তৃণমূল। এবার এ রাজ্যে হিংসা-মুক্ত ভোট করতে তারা যে তৎপর ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তা বুঝিয়ে দিয়েছে কমিশন।