Home আপডেট ঘোষণা করা হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নতুন দিনক্ষণ

ঘোষণা করা হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নতুন দিনক্ষণ

ঘোষণা করা হলো জয়েন্ট এন্ট্রান্স  পরীক্ষার নতুন দিনক্ষণ

জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হলো। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক জানিয়েছেন, ‘চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ওই পরীক্ষা নেওয়া হবে। জয়েন্ট এন্ট্রান্সের তৃতীয় সেশনের পরীক্ষা শুরু হবে ২০ জুলাই। চলবে ২৫ জুলাই পর্যন্ত। আর চতুর্থ সেশনের পরীক্ষা শুরু হবে ২৭ জুলাই। শেষ হবে ২ অগস্ট।’ সেই সঙ্গে করোনার বেলাগাম সংক্রমণের কারণে যাঁরা পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারেননি আজ রাত থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত তাঁরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। চলতি বছরের এপ্রিল ও মে মাসে জয়েন্ট্র এন্ট্রান্সের (মেইন) পরীক্ষা নেওয়ার কথা ছিল। এপ্রিলে পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন ৬ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী। আর মে মাসে পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন ৬ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। কিন্তু দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেলাগাম হয়ে ওঠার কারণে পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে পরীক্ষা স্থগিত রাখা হয়। কবে ওই স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।                                                                                                                                                                                                                                                                                                      দেশে বর্তমানে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় সময় নষ্ট না করে অবিলম্বে পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পরামর্শ দেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) আধিকারিকরা। সেই পরামর্শ মেনে এদিন স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন নির্ঘন্ট ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক। পরীক্ষার নতুন নির্ঘন্ট ঘোষণা করে তিনি জানান, ‘করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দ্বিগুন করা হচ্ছে। যাতে পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় তাকে, তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ১৩ ভাষায় পরীক্ষা নেওয়া হবে।’ নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার জন্য রাজ্য সরকারগুলোরও সাহায্য চেয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।