Home আপডেট পরপর দুইবছর সুপ্রিম নির্দেশে বাতিল হল সমস্ত রথযাত্রা

পরপর দুইবছর সুপ্রিম নির্দেশে বাতিল হল সমস্ত রথযাত্রা

পরপর দুইবছর সুপ্রিম নির্দেশে বাতিল হল সমস্ত রথযাত্রা

গত বছরের পর এ বছরেও বাতিল করা হল রথযাত্রা। মঙ্গলবার এই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। ফলে পুরীর জগন্নাথ মন্দিরেঝ গড়াবে না রথের চাকা। তবে মন্দিরের ভেতরে করা যাবে পুজো। কিন্তু ভক্ত জমায়েত করা যাবে না। রথযাত্রার পালনের জন্য সুপ্রিমকোর্টের কাছে আবেদন করা হয়েছিল ওড়িশার তরফে। এদিন সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি।

আগামী ১২ জুলাই রথযাত্রা। উড়িষ্যার পুরী ছাড়াও মায়াপুরের ইসকন মন্দিরে ও মহাধুমধাম করে আয়োজন করা হয় রথযাত্রা। রথের দড়ি টানতে ভিড় করেন হাজার হাজার ভক্ত। তবে করোনা আবহে গত বছর গড়ায়নি রথের চাকা। নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ভক্ত সমাগমেও। তারপর তৃতীয় ঢেউ আসলেও বর্তমানে তা নিম্নমুখী। গত বছরের তুলনায় কোভিড পরিস্থিতি একটু ভাল হলেও, রথযাত্রার পালনে নারাজ সুপ্রিম কোর্ট। ফলে করোনার দাপটে পর পর দু’বছর পুরীর ঐতিহ্যবাহী রথের চাকা ঘুরছে না। তবে শুধু পুরী বা ওড়িশা নয়, দেশের কোনও রাজ্যেই রথযাত্রার করা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।