New Express train to North Bengal: শীতের মুখে নয়া রুটে চালু হবে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন, সময়সূচি ঘোষণা রেলের


বাংলায় শীতের আগমন ঘটতে শুরু করেছে। বাড়ছে কুয়াশা। এই আবহে প্রতি বছরই ডিসেম্বর থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হয় কুয়াশার জেরে। তবে এবারে শীতের মুখে উত্তরবঙ্গগামী নতুন ট্রেন পেতে চলেছে রাজ্য। এই নিয়ে সম্প্রতি ঘোষণা করলেন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। নয়া ট্রনের সময়সূচিও ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। জানা গিয়েছে, নয়া এই ট্রেনটি শিয়ালদা থেকে বালুরঘাট পর্যন্ত ছুটবে। তবে ঠিক কবে থেকে এই ট্রেন ছুটতে শুরু করবে, তা জানানো হয়নি রেলের তরফ থেকে। (আরও পড়ুন: বন্ধ থাকা আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন চালুর ঘোষণা মমতার, চাকরি পাবেন অনেক শিক্ষক)

প্রসঙ্গত, ২০০৪ সালে প্রথমবার দূরপাল্লার রেল পৌঁছেছিল বালুরঘাটে। বর্তমানে বালুরঘাট থেকে দূরপাল্লার পাঁচটি ট্রেন চলে। এর মধ্যে সবচেয়ে পুরনো হল গৌড় লিঙ্ক এক্সপ্রেস। তবে এই ট্রেন নিয়ে যাত্রীদের নানান ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ। এদিকে তেভাগা এক্সপ্রেস ট্রেনটি রোজ ছোটে না। হাওড়া-বালুরঘাট এক্সপ্রেসও রোজ চলে না। এই সব নানান অভিযোগের মাঝে বালুরঘাট-শিয়ালদা ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। এইল নয়া ট্রেনে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও মিটবে বলে আশা রেলের। এদিকে গৌড় লিঙ্ক এক্সপ্রেসটিকে এবার প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চালানোর চিন্তাভাবনা করছে রেল।

আরও পড়ুন: বিশ্ব নেতাদের তালিকায় ফের শীর্ষে মোদী, নমোর গ্রহণযোগ্যতার হারে চোখ উঠবে কপালে!

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৭টায় বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে রওনা হবে। শিয়ালদায় ট্রেনটি এসে পৌঁছাবে ভোর ৪টে ২০ মিনিটে। অন্যদিকে, শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ১০টায়। বালুরঘাটে গিয়ে সেটি পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদা টাউন, একালাখি, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং রামপুর স্টেশনে থামবে।

এই নয়া ট্রেনের ঘোষণা হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জ্ঞাপন করেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ‘দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের জন্য এটা বড় খুশির খবর। আমাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হল। সেই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি।’ এদিকে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই এই ট্রেনটির পরিষেবা শুরু হয়ে যাবে।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

8 mins ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

10 mins ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

3 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

12 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

13 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

13 hours ago