Home বিনোদন শুটিং শুরু হল নতুন কাহিনীচিত্র ‘ এক কন্যার কাহিনী’র

শুটিং শুরু হল নতুন কাহিনীচিত্র ‘ এক কন্যার কাহিনী’র

শুটিং শুরু হল নতুন কাহিনীচিত্র ‘ এক কন্যার কাহিনী’র
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

প্রখ‍্যাত পরিচালক কনোজ দাসের পরিচালনায় সোনম মুভিসের প্রথম নিবেদন নতুন কাহিনীচিত্র ‘এক কন‍্যার কাহিনী’ আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি । এই ছবির শ‍্যুটিং সম্প্রতি শুরু হয়ে গেল টালিগঞ্জের এন টি ১ স্টুডিওতে। ছবিতে বারড‍্যান্সার সাথী একপ্রকার বাধ্য হয়েই এই প্রফেশনে এসেছে। ছোটবেলায় সাথীর বাবা লেখাপড়ার পাশাপাশি সাথীকে ক্লাসিকাল ডান্সের স্কুলে ভর্তি করেছিল। কিন্তু সাথী বোঝেনি বাবার হঠাৎ মৃত্যুর পর অর্থলোভী মা তাকে এই পথে এনে ফেলবে। সাথী পড়াশোনা করে বড়ো হতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি সাথীকে বাধ্য করে বারড‍্যান্সার হতে। বারের মালিক জগার সাথে যোগসাজসে সাথীর মা কমলা নারী পাচার চক্রের কাজ ও করেন টাকার লোভে। ইউনিভার্সিটি ক‍্যাম্পাসে পরিচয় হয় প্রাক্তন স্টুডেন্ট রাজের সাথে। রাজ বন্ধুদের সাথে ডান্সবারে সাথীকে নাচতে দেখেছিল। সাথীকে কলেজ ক‍্যাম্পাসে দেখে সাথীর প্রতি তার শ্রদ্ধা বেড়ে যায়। পরিচয় থেকে বন্ধুত্ব এবং প্রেম ঘটনার পরমপরায় সাথী সন্তানসম্ভবা হয়ে পড়ে। কিন্তু তার এই সন্তান আসার ব‍্যাপারটা মা কমলা ও মালিক জগা কিছুতেই মেনে নিতে পারে না । তারা চায়না সাথী কোনও সন্তানের জন্ম দিক। তারা সাথীকে গর্ভপাত করাতে চাইলে সাথী নিজের সন্তানকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে চলে যায় শহর থেকে দূরে এক গ্রামে। শুরু হয় সাথীর মা হয়ে ওঠার এক কঠিন লড়াই। নিজের গর্ভের সন্তানকে বাঁচাতে পরিস্থিতি বাধ্য করে রাজের থেকে নিজেকে সরিয়ে রাখতে। প্রত‍্যন্ত গ্ৰামে একটি অনাথ স্কুল চালায় সিস্টার নিবেদিতা। সাথী সেখানে মাঝে মাঝেই আসে। বাচ্চাদের দেখে নিজের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়, সমাজে মাথা উঁচু করে ভালোভাবে বাঁচার স্বপ্ন। ওদিকে সাথীকে মারার জন্য বার মালিক জগা এবং তার দলবল খুঁজতে থাকে সাথীকে। সাথী কি পারবে তার গর্ভের সন্তানকে বাঁচাতে ? রাজ এবং সাথীর শেষ পরিনতি কি হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত। ছবিতে অভিনয় করেছেন সব‍্যসাচী চক্রবর্তী, দেবেশ রায়চৌধুরী, নিমাই ঘোষ, সুমিত গাঙ্গুগলী, বিশ্বজিৎ চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, শ্রীলা মজুমদার, কমলিকা ব‍্যানার্জী, সঙ্গীতা স‍্যান‍্যাল, বিশ্বনাথ বসু, এবং নবাগত শাহিদ এবং নবাগতা সৌমী। ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন রাজকুমার রাজাই। ছবির কার্যনির্বাহী প্রযোজক সোনম দাস।

ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য