Home আপডেট NWC at Sandeshkhali: রাষ্ট্রপতি শাসন সুপারিশ করব,সন্দেশখালি সফর শেষে বললেন জাতীয় মহিলা কমিশনের প্রধান

NWC at Sandeshkhali: রাষ্ট্রপতি শাসন সুপারিশ করব,সন্দেশখালি সফর শেষে বললেন জাতীয় মহিলা কমিশনের প্রধান

NWC at Sandeshkhali: রাষ্ট্রপতি শাসন সুপারিশ করব,সন্দেশখালি সফর শেষে বললেন জাতীয় মহিলা কমিশনের প্রধান

[ad_1]

সন্দেশখালিতে নির্যাতিতাদের সঙ্গে কথা বলে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সোমবার দিনভর সন্দেশখালির বিভিন্ন প্রান্তে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, ১৮টি নারী নির্যাতনের অভিযোগ পেয়েছেন তিনি। তার মধ্যে ২টি ধর্ষণের অভিযোগ। এর পর রেখা শর্মা জানান, সন্দেশখালির পরিস্থিতিতে স্পষ্ট, পশ্চিমবঙ্গে কোনও আইনের শাসন নেই। তাই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করবে তারা।

আরও পড়ুন: ৭ মার্চ কলকাতার ৩ মেট্রো লাইনের উদ্বোধন? আসছেন মোদী, যেতে পারবেন গঙ্গার তলা দিয়ে

সোমবার সন্দেশখালির একাধিক গ্রামে নিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন রেখা শর্মা। সফরের শুরুতে নির্যাতিতাদের বার্তা দিয়ে তিনি বলেন, ভয় কাটিয়ে মুখ খুললে তবেই সুবিচারের ব্যবস্থা করা যাবে। আর কয়েকজন অভিযুক্ত যেহেতু গ্রেফতার হয়েছে তাই মহিলারা মুখ খুলবেন বলেই আশা রাখি। তিনি বলেন, শেখ শহজাহানের গ্রেফতারিতে আমরা বিশেষ জোর দেব। আমি সারা দিন সন্দেশখালিতে আছি। যে কোনও মহিলা আমার সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে পারেন।

সন্দেশখালি পৌঁছনোর আগে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, ওখানে আগেই কমিশনের প্রতিনিধলের সদস্যরা সফর করেছিলেন। কিন্তু তাদের সঙ্গে নির্যাতিতা মহিলাদের কথা বলতে দেয়নি পুলিশ। ফলে আজ আমি নিজে সশরীরে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলতে এসেছি।

আরও পড়ুন: কাটমানি থেকে MNREGAর টাকা লুঠের অভিযোগ, সেই নেতার ওপরেই সন্দেশখালিতে ভরসা TMCর

এদিন সফর শেষে রেখা শর্মা বলেন, সারা দিনে মোট ১৮টি নারী নির্যাতনের অভিযোগ পয়েছি। এর মধ্যে ২ জন ধর্ষণের অভিযোগ করেছেন। পুলিশের ওপর নির্যাতিতাদের ভরসা নেই। আমাকে জড়িয়ে ধরে গ্রামের মহিলারা কেঁদেছেন। এখানে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই। 

সন্দেশখালিতে তৃণমূলের জেলা পরিষদের ২ সদস্য শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছেন এক বধূ। সন্দেশখালির মহিলাদের দাবি, তৃণমূলের মিটিংয়ের নাম করে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে যৌন নির্যাতন করা হত তাঁদের। অভিযোগ জানালে পুলিশ বিচারের জন্য ধর্ষক তৃণমূল নেতাদেরই দ্বারস্থ হতে বলত। এই নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালি। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন ২ তৃণমূল নেতা। এরই মধ্যে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও সন্দেশখালিতে নারী নির্যাতনের সমালোচনা শুরু হয়েছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here