Home আপডেট Partha-Arpita: ‘সব টাকার দায় আমার ওপর চাপাতে চাইছে অর্পিতা…’ মহা ফাঁপড়ে প্রাক্তন মহাসচিব, ৫২ কোটি কার?

Partha-Arpita: ‘সব টাকার দায় আমার ওপর চাপাতে চাইছে অর্পিতা…’ মহা ফাঁপড়ে প্রাক্তন মহাসচিব, ৫২ কোটি কার?

Partha-Arpita: ‘সব টাকার দায় আমার ওপর চাপাতে চাইছে অর্পিতা…’ মহা ফাঁপড়ে প্রাক্তন মহাসচিব, ৫২ কোটি কার?

[ad_1]

কার্যত একই শব্দবন্ধনীতে উচ্চারিত হত দুটি শব্দ। অপা। অর্পিতা মুখোপাধ্য়ায় আর পার্থ চট্টোপাধ্য়ায়। দুজনেই বর্তমানে জেলবন্দি। এদিকে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। কিন্তু সেই টাকা আদতে কার? সেই প্রশ্নের উত্তর মেলেনি আজও। তবে আদালতে পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী অবশ্য় জানিয়ে দেন, অর্পিতা চট্টোপাধ্য়ায় সমস্ত টাকার দায় আমার মক্কেলের উপর দিয়ে নিজে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চাইছেন। 

এদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, যদি অর্পিতা চট্টোপাধ্য়ায় এই বিপুল সম্পত্তি উপার্জন করতে সক্ষম হতেন তাহলে আমি হয়তো আপনার পক্ষে থাকতাম। 

আর তখন পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী বলেন, আমার অপরাধ করার ক্ষমতা রয়েছে বলেই অন্য কোনও অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ আমার এই যুক্তির কোনও গ্রহণযোগ্যতা নেই। 

এদিকে কিছুদিন আগেও জেলে ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে শুনানির সময় অর্পিতা ও পার্থর মধ্য়ে খুনসুটির কথা শোনা গিয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে সেই পার্থ আর অর্পিতার মধ্যে দূরত্ব কি ততই বাড়ছে? নাকি পরিকল্পিতভাবে এখন দায় ঠেলাঠেলির কাজ চলছে? তবে বাংলা আজও জানতে পারল না এত টাকা এল কোথা থেকে? কাদের টাকা এগুলি? 

এদিকে মার্চ মাসে আবার অর্পিতা ও পার্থর মধ্য়ে সম্পর্কের গভীরতা কতটা তা নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে। তবে সেই সময়ও দেখা গিয়েছিল টাকার দায় থেকে মুক্ত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন পার্থ। ওয়াকিবহাল মহলের মতে, এই একটি দায় থেকে মুক্ত হতে পারলেই স্বস্তি মিলবে অনেকটাই। কিন্তু অর্পিতা নিজে কি সব দায় নেওয়ার জন্য তৈরি? 

সেবার আদালতে দেখা গিয়েছিল, মূলত অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যাবতীয় সংসর্গ এড়াতে তৎপর পার্থ। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, যার কাছে টাকা তিনি যদি অস্বীকার করেন তাহলে আমার কী করার আছে? অর্পিতা বাচ্চা দত্তক নিতে চেয়েছিলেন। তার খারাপ মানসিকতা কীভাবে জানব? একটা খামে আমার নাম লেখা ছিল সেটাই দুর্নীতির প্রমাণ, এটা কীভাবে সম্ভব? যদি সব স্বীকারও করা হয়, তার মানেও এটা নয় যে যাবতীয় জিনিসের মালিক আমি। সেই সঙ্গেই পার্থর আইনজীবী জানিয়েছেন, জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা কোনও স্কুল করে থাকলে সেটা কী আমার দোষ? মামা বলেছেন জামাইকে বলতে শুনেছেন যাবতীয় টাকা পার্থ দিয়েছে। সেটা কি প্রমাণ হতে পারে?

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here