Home আপডেট PM Face of INDIA Alliance: ইন্ডিয়া জিতিয়ে দিল মোদীকে! কেন খাড়গেই প্রধানমন্ত্রী মুখ ?

PM Face of INDIA Alliance: ইন্ডিয়া জিতিয়ে দিল মোদীকে! কেন খাড়গেই প্রধানমন্ত্রী মুখ ?

PM Face of INDIA Alliance: ইন্ডিয়া জিতিয়ে দিল মোদীকে! কেন খাড়গেই প্রধানমন্ত্রী মুখ ?

[ad_1]

PM Face of INDIA Alliance: নরেন্দ্র মোদীকে নিজের হাতে ইন্ডিয়া জোট জিতিয়ে দিল। কেন মল্লিকার্জুন খাড়গেকেই প্রধানমন্ত্রীর মুখ বাছা হল? মমতা বন্দ্যোপাধ্যায়-কেজরিওয়াল কত বড় চাল চাললেন? বাড়তি সুযোগ পেয়ে যাবে বিজেপি এবার? তুঝসে না হো পায়েগা বেটা, গ্যাংস অব ওয়াসিপুরের এই ডায়লগটা আজ বড্ড প্রাসঙ্গিক। তাহলে লড়াই আর নমো ভার্সেস রাগা নয় নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়ে লড়বেন মল্লিকার্জুন খাড়গে? প্রধানমন্ত্রীর কুর্সি নিয়ে স্বপ্ন দেখা নীতিশ কুমার কী মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের এমন প্রস্তাব? গান্ধী পরিবার পরে আবার বেঁকে বসবে না তো নাকি রাহুল গান্ধী মেনেই নিলেন তার পক্ষে সম্ভব নয়।

মল্লিকার্জুন খাড়গেকে প্রাইম ফেস করলে এমন কোন কার্ড খেলতে পারবেন বিরোধীরা? ইন্ডিয়ার বৈঠকে কোন সিক্রেট আলোচনা হলে গেল যা সামনে আনা যাবে না এখনই কিন্তু এই সিদ্ধান্ত বাড়তি সুবিধা পেয়ে গেল না বিজেপি? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন একটা বড় খবর জানা গেছে ২৮ টি বিরোধী দলের এই বৈঠকে বাংলার তৃণমূল কংগ্রেসের ভূমিকা ছিল বেশ আকর্ষণীয় এবং স্ট্রং।
কারণ সূত্রের খবর তৃণমূলের এদিন সাফ কথা ছিল
৩১ ডিসেম্বর তথা নতুন বছর শুরু হওয়ার আগেই সব রাজ্যে জোটের শরিকদের মধ্যে আসন বন্টন সূত্র চূড়ান্ত করে ফেলতে হবে। অলরেডি আসন সমঝোতা নিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আরও দেরি করলে সেটা চাপের। এবার আসি মল্লিকার্জুন খাড়গের বিষয় কংগ্রেস সভাপতি ও একজন কংগ্রেস সাংসদ ছাড়া কী পরিচয় রয়েছে এনার?

খাড়গে একজন দলিত নেতা। শ্রমিক সংগঠনে উঠে আসা খাড়গে আইনজীবীও বটে। কর্ণাটকের নয় বারের বিধায়ক ছিলেন। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর পদও সামলেছেন তিনি। ২০০৯ সালে কংগ্রেসের হয়ে জাতীয় রাজনীতিতে পা রাখেন। ২০১৪র নির্বাচনে গুলবার্গা আসন থেকে জেতেন খাড়গে। তবে ২০১৯ সালে বিজেপির উমেশ জি যাদবের কাছে হেরে যান। কংগ্রেস এতসহজে তাঁকে সংসদীয় পলিটিক্স থেকে সরাতে চায়নি। ২০২০ সালে খাড়গেকে রাজ্যসভায় আনে কংগ্রেস। ২০২২ সালে গান্ধী পরিবারের বাইরে তিনি হন কংগ্রেস সভাপতি। এর মানে সোজা কথায় একজন দক্ষ, অভিজ্ঞ দলিত রাজনীতিবিদ হলেন খাড়গে, কিন্তু দেশবাসীর কাছে তাঁর জনপ্রিয়তা কতটা? ইন্ডিয়া জোট কী সঠিকভাবে খাড়গেকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্ট করতে পারবে? বহু মানুষই কিন্তু জানেন না কে মল্লিকার্জুন খাড়গে কে?

সূত্রের খবর তৃণমূল নেত্রী ও আপ প্রধান চেয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ যেন গান্ধী পরিবারের বাইরে বাছা হয়। লোকসভা ভোটে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদ প্রার্থী করার ব্যাপারে লালু প্রসাদের আগ্রহ রয়েছে এ ব্যাপারে ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেও ভিন্নমত নন, কিন্তু তেমনটা এবার হল না। মোদী ম্যাজিক, মোদী ক্রেজ ও মোদীর সাবলিল বক্তৃতার সামনে কতটা নিজেকে প্রমাণ করতে পারবেন খাড়গে? কন্নড় বা দক্ষিণী ভাষায় সাবলীল হলেও হিন্দি আটকে আটকেই বলেন খাড়গে। যদিও খাড়গের দাবি, জেতার দিকে আগে নজর দেবেন তারা। আগে জয় তারপর ভাবা যাবে প্রধানমন্ত্রীর মুখ। একইসঙ্গে মোদীকে খোঁচা দিয়ে তিনি বলেন মোদীর খুব অহংকার ভাবেন তিনি আমিই পৃথিবীতে একমাত্র নেতা। ওয়াকিবহাল মহল যদিও ইন্ডিয়া জোট অফিসিয়ালি কোনও বিবৃতি দেয়নি খাড়গেকে নিয়ে। অনেকেই বলছেন লড়াইটা যদি মোদী ভার্সেস মমতা হলে জমে যেত।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here