Home আপডেট Postering against CAA: CAA, NRC-র পর পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে, পোস্টারে ছেয়ে গেল আমডাঙা

Postering against CAA: CAA, NRC-র পর পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে, পোস্টারে ছেয়ে গেল আমডাঙা

Postering against CAA: CAA, NRC-র পর পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে, পোস্টারে ছেয়ে গেল আমডাঙা

[ad_1]

দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন। প্রথম থেকে এনআরসি, সিএএ’র বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে কেন্দ্র সরকার এবং বিজেপিকে বহুবার আক্রমণ করেছেন। সোমবার বাঁকুড়ার সভা থেকে সিএএ, এনআরসি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মমতা। ঠিক তারপরেই এনআরসি এবং সিএএ নিয়ে পোস্টারে ভরে গেল আমডাঙা বিধানসভার অন্তর্গত বিস্তীর্ণ এলাকা। কারা এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি। তবে পোস্টার ঘিরে বারাকপুরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা।

আরও পড়ুন: ‘তৃণমূল করলে নাগরিকত্ব নয়’ মন্তব্যের জের, ‘কমিশনের নির্দেশে’ শান্তনুর নামে FIR

আমডাঙা বিধানসভার অন্তর্গত শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও এ নিয়ে একাধিক পোস্টার পড়েছে। পোস্টারে স্পষ্ট ভাবে দাবি করা হয়েছে, প্রথমে সিএএ হবে তারপরে এনআরসি। আর তারপরেই পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, অসমের গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে ৭ লক্ষ মুসলিম এবং ৫ লক্ষ হিন্দু এখনও আটক হয়ে আছে। তারা সেখানে নিজেদের পরিচয় এবং প্রাণের জন্য লড়াই করছেন। মূলত সিএএ এবং এনআরসির প্রতিবাদে এই পোস্টার লাগানো হয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছেন সিএএ’র পরে এনআরসি করতে চাইছে কেন্দ্র সরকার। যারা এর জন্য আবেদন করবেন তারা এনআরসিতে পড়ে যাবেন। এরপরে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। সব পরিচয় কেড়ে নেওয়া হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছিলেন, এর ফলে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো সুবিধা থেকে আবেদনকারীরা বঞ্চিত হবেন। শুধু তাই নয়, তারা ভোট দেওয়ার অধিকারও হারাবেন অর্থাৎ নাগরিকত্ব হারাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথাগুলিই এদিন দেখতে পাওয়া গিয়েছে পোস্টারে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বারাকপুর। এখানে বিজেপি প্রার্থী হয়েছেন অর্জুন সিং, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। এ বিষয়ে পার্থ ভৌমিক বলেছেন, তৃণমূল প্রথম থেকেই এনআরসি, সিএএ-এর বিরুদ্ধে। তিনিও বলেন, এনআরসি, সিএএ করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিতে চাইছে বিজেপি। এর পালটা অর্জুন সিং বলেন, অনেকদিন ধরে এই গুজব চলে আসছে। কিন্তু, কোথায় ডিটেনশন ক্যাম্প আছে কেউ দেখাতে পারবে। এসব মিথ্যে। তিনি জানান, সিএএ- এর জন্যই বিজেপির সিট বেড়েছে। আগামী দিনে আরও বাড়বে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here