Home আপডেট Primary Recruitment scam: নিয়োগ দুর্নীতিতে ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’, বাজেয়াপ্ত হচ্ছে ৮ সম্পত্তি: ED

Primary Recruitment scam: নিয়োগ দুর্নীতিতে ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’, বাজেয়াপ্ত হচ্ছে ৮ সম্পত্তি: ED

Primary Recruitment scam: নিয়োগ দুর্নীতিতে ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’, বাজেয়াপ্ত হচ্ছে ৮ সম্পত্তি: ED

[ad_1]

শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’-এর যোগ রয়েছে। এই সংস্থার অধীনে থাকা আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার আদালতে জানাল ইডি। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতি অমৃতা সিনহাকে জানিয়েছে, ওই আটটি সম্পত্তির মূল্য সাড়ে সাত কোটি টাকা। প্রসঙ্গত, ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সিইও পদে রয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সংস্থার সঙ্গে যুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে আগেই গ্রেফতার করছে ইডি। 

এর আগে এই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি সিনহা। তা মুখবন্ধ খামে জমা দিতে বলেছিলেন ইডিকে। গত ১৪ ডিসেম্বর ইডি সেই জবাব হাইকোর্টে জমা দেয়।  

বিচারপতি জানতে চেয়েছিলেন, 

‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার ছ’জন ডিরেক্টরের নাম তাঁদের সম্পত্তির পরিমাণ সংস্থার লেনদেন, তার মূল্যএই সংস্থার উপভোক্তা কারা, তাঁদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টসংস্থার রোজকার কাজ কে দেখতেনসিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণসংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টকারা, কবে সংস্থায় যোগ দিয়েছেনকেন সংস্থার ঠিকানা পরিবর্তন

তদন্ত নিয়ে কার কাছে ইডি সাহায্য চায় তাও হাইকোর্টে জানাতে বলা হয়েছিল।

(পড়ুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা’‌, নবীন–প্রবীণ দ্বন্দ্বে যুগ্ম সওয়াল ফিরহাদ–গৌতমের)

ইডি এই সংক্রান্ত তথ্য জানতে চায় অভিষেকের কাছ থেকে। কিছুদিন আগে ইডিকে সমস্ত তথ্য জমা দিয়ে এসেছিলেন অভিষেক। সেই তথ্যই আদালতে জানিয়েছেন ইডি। তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছে, তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর রাখছে। লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

আদালত ২০২৩-এর মধ্যে এই মামলার তদন্ত শেষ করতে বলে। কিন্তু তা শেষ না হওয়ায় ইডি মঙ্গলবার আদালতে আরও সময় চায়। বিচারপতি বুধবার ইডির জয়েন্ট ডিরেক্টরকে হাজির হতে বলেছেন। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here