Home আপডেট Probe against BEd university: বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত, নির্দেশে ‘বিস্মিত’ কর্তৃপক্ষ আদালতে গেল

Probe against BEd university: বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত, নির্দেশে ‘বিস্মিত’ কর্তৃপক্ষ আদালতে গেল

Probe against BEd university: বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত, নির্দেশে ‘বিস্মিত’ কর্তৃপক্ষ আদালতে গেল

[ad_1]

আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল উচ্চ শিক্ষা দফতর। সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে গেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাবা সাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটি অর্থাৎ রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের জন্য এক সদস্যের কমিটি গড়ে ছিল উচ্চ শিক্ষা দফতর। রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমিক) আশুতোষ ঘোষকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিকে সাতদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। কিন্তু সাতদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও রিপোর্ট জমা পড়েনি। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, যেহেতু তদন্তের নির্দেশ নিয়ে মামলা হয়েছে তাই তদন্তও ঢিমে তালে চলছিল তদন্ত।

কী বলা হয় নির্দেশিকায়

উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়, ‘অধীনস্থ বিএড কলেজগুলোকে অনুমোদন দেওয়ার ক্ষেত্র আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।’ সেই অনিয়মের কেন যথাযত ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়ার কথাও বলা হয়। নির্দেশিকায় বলা হয় উপাচার্যের উচিত ছিল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার।

আরও পড়ুন। এপ্রিল টপকে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে মে’তে? সেরা সময় হতে পারে এই ৬ দিনই!

কী বলছে কর্তৃপক্ষ

উচ্চ শিক্ষা দফতরের এই নির্দেশিকায় অবাক হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজ্যের মনোনীত অন্তর্বর্তী উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন,’এরা আগে এই বিষয়গুলি হাইোকোর্টে এবং সুপ্রিম কোর্ট সমাধান হয়ে গিয়েছে। উচ্চ শিক্ষা দফতর নো অবজেকশন পর্যন্ত দিয়েছে। এই চিঠি পেয়ে আমরা বিস্মিত হয়েছি। তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।’

আরও পড়ুন। সংঘাত অতীত! বিশ্ববিভারতীর সেমিনারে বক্তব্য রাখলেন অমর্ত্য সেন, খোলা হাওয়া শান্তিনিকেতনে

আর পড়ুন। অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত চরমে, ব্রাত্যের দফতর থেকে চিঠি রাজ্যপালকে

অনুমোদন পায়নি ৫০ বিএড কলেজ

২৫৩টি বেসরকারি বিএড কলেজে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা না থাকা, ছাত্রছাত্রীদের তুলনায় কম শিক্ষক, শিক্ষক, শিক্ষাকর্মীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন না দেওয়া–এই ধরনের পরিষেবা ব্যবস্থা না থাকায় প্রথমে অনুমোদন দেওয়া হয়নি। পরে ধাপে ধাপে অনুমোদন দেওয়া শুরু হয়। এখনও ৫০ কলেজের অনুমোদন দেয় বিএড বিশ্ববিদ্যালয়। এই নিয়ে অসন্তোষ তৈরি হয় শিক্ষামন্ত্রীরও। 

আরও পড়ুন। উচ্চমাধ্যমিকের সেমেস্টারে কত নম্বরে পাশ? কীভাবে যোগ হবে? নয়া নিয়ম জানাল সংসদ

আরও পড়ুন। মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণা? মার্কশিট মিলতে পারে ২ সপ্তাহ পরে

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here