Home আপডেট Pronam Scheme: প্রণামের নাম করেও প্রতারণার ফাঁদ! প্রবীণদের সুরক্ষায় তদন্তে নামল কলকাতা পুলিশ

Pronam Scheme: প্রণামের নাম করেও প্রতারণার ফাঁদ! প্রবীণদের সুরক্ষায় তদন্তে নামল কলকাতা পুলিশ

Pronam Scheme: প্রণামের নাম করেও প্রতারণার ফাঁদ! প্রবীণদের সুরক্ষায় তদন্তে নামল কলকাতা পুলিশ

[ad_1]

কলকাতা পুলিশের প্রণাম প্রকল্প। শহরের বহু প্রবীণ মানুষ আছেন যাঁরা একলা থাকেন। ছেলে মেয়েরা থাকেন দূরের শহরে। তাঁদের জন্য় তৈরি হয়েছিল প্রণাম প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের নাম করে এবার জালিয়াতির অভিযোগ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর ইতিমধ্য়েই এই অনিয়মের বিষয়টি জানতে পেরেছে। তারপরই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। কারণ এই প্রকল্পে জালিয়াতি হলে সমস্যায় পড়ে যাবেন শহরের প্রবীণ নাগরিকরাও।

প্রবীণ নাগরিকদের সবরকমভাবে সহায়তার জন্য এই প্রণাম স্কিম চালু হয়েছিল। ২০০৯ সালে এই প্রকল্প চালু হয়েছিল। তারপর থেকে এই প্রকল্প প্রবীণদের কাছে যথেষ্ট জনপ্রিয়। 

সমস্যাটা কী হয়েছে? 

সূত্রের খবর, কলকাতা পুলিশের নাম করে প্রণাম ফর্ম ও সমাজ কল্যাণ দফতরের লিঙ্ক দেওয়া হচ্ছিল। এরপর সিনিয়র সিটিজেন কার্ড দেওয়ার প্রলোভন দেওয়া হয়। এমনকী একাধিক ইউটিউব চ্য়ানেলেও এই কার্ড দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর সেই লিঙ্কের মারফৎই প্রচুর ফর্ম জমা পড়েছে সমাজ কল্যাণ দফতরের কাছে। সিনিয়র সিটিজেন হিসাবে পরিচয়পত্র ও সার্টিফিকেট চেয়ে এই আবেদন করা হয়েছে। এমনকী ওই আবেদনপত্রে কলকাতা পুলিশের লোগোও রয়েছে। আর এসব দেখে সন্দেহ হয় সমাজ কল্যাণ দফতরের। তারপর এনিয়ে খোঁজখবর শুরু করেন দফতরের আধিকারিকরা। 

দেখা যাচ্ছে এই ধরনের কার্ড বা সার্টিফিকেট সমাজকল্য়াণ দফতর প্রবীণ মানুষদের দিতে পারে না। এরপর দফতরের তরফে খোঁজ খবর নেওয়ার পর দেখা যায় সোশ্যাল মিডিয়ায় একাধিক ইউটিউব চ্যানেলে  ঘুরছিল। সেই চ্যানেলের মাধ্য়মে এই কার্ড সম্পর্কিত নানা তথ্য় দেওয়া হচ্ছিল। তারপরই সন্দেহ ক্রমশ দানা বাঁধতে থাকে যে, এর পেছনে কোনও চক্র কাজ করছে। 

মূলত বয়স্ক মানুষদের, একলা থাকা প্রবীণ নাগরিকদের পাশে থাকার কথা বলে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার তাল করছে প্রতারকরা। অভিযোগ এমনটাই। সেকারণেই এনিয়ে সতর্ক হয়ে যায় কলকাতা পুলিশ ও সমাজকল্যাণ দফতর। তবে এর পেছনে ঠিক কারা রয়েছে সেটা জানার চেষ্টা করছে সমাজ কল্যাণ দফতর। 

সমাজকল্যাণ দফতর ইতিমধ্য়েই কলকাতা পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছে। বিধাননগর কমিশনারেটের কাছে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন দফতরের স্পেশাল সেক্রেটারি। পুলিশ ইতিমধ্য়ে জালিয়াতির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মূলত এই চক্রের পেছনে কারা রয়েছে তারই খোঁজ চলছে। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here