Home আপডেট PSC case: স্বচ্ছভাবে শূন্যপদ পূরণ করতে হবে, পিএসসি মামলায় রাজ্যকে বলল হাইকোর্ট

PSC case: স্বচ্ছভাবে শূন্যপদ পূরণ করতে হবে, পিএসসি মামলায় রাজ্যকে বলল হাইকোর্ট

PSC case: স্বচ্ছভাবে শূন্যপদ পূরণ করতে হবে, পিএসসি মামলায় রাজ্যকে বলল হাইকোর্ট

[ad_1]

কলকাতা হাইকোর্টের নির্দেশে পিএসসির চেয়ারম্যান নিয়োগ করেছে রাজ্য সরকার। চেয়ারম্যান না থাকার ফলে পিএসসির মাধ্যমে একাধিক বিভাগে নিয়োগ আটকে ছিল। এবার অবিলম্বে সমস্ত শূন্য পদ পূরণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে থাকায় মঙ্গলবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। তারপরেই আদালতের এমন নির্দেশ।

আরও পড়ুনঃ রাজ্য না পারলে আমরাই নিয়োগ করব পিএসসির-র চেয়ারম্যান, কড়া অবস্থান হাইকোর্টের

অতীতে নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতা এবং শিক্ষা আধিকারিকরা। তারপর দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার ফলে অপেক্ষায় রয়েছেন বহু প্রার্থী। অনেকের আবার বয়স পেরিয়ে যাচ্ছে। পাশাপাশি পিএসসি নিয়েও মামলা চলছে। সে কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করার নির্দেশ দিয়েছে। 

এদিন নিয়োগের প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, বহু প্রার্থী নিয়োগের জন্য অপেক্ষায় রয়েছেন। আগে পিএসসির চেয়ারম্যান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে সেই জটিলতা কেটেছে। আদালতের নির্দেশে রাজ্য সরকার চেয়ারম্যান নিয়োগ করেছে। এদিন প্রধান বিচারপতি পিএসসির চেয়ারম্যান এবং  অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে স্বচ্ছভাবে নিয়োগে জোর দিয়েছেন। বিচারপতি বলেন, ‘সাধারণ মানুষের যাতে পাবলিক সার্ভিস কমিশনে আস্থা থাকে তার জন্য স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।’ প্রয়োজনে সার্চ কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছে হাইকোর্ট। 

প্রসঙ্গত, একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নিয়োগ আটকে থাকার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের  হয়েছিল। সেই মামলায় আবেদনকারীর আইনজীবী শামীম আহমেদ কোর্টের কাছে পিএসসিতে পর্যাপ্ত সদস্য না থাকার অভিযোগ জানিয়েছিলেন। তাছাড়া, একাধিক নিয়োগও আটকে থাকার কথা জানিয়েছিলেন। 

এরপরেই কলকাতা হাইকোর্ট কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, রাজ্য সরকার যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে হাইকোর্ট নিজেই চেয়ারম্যান নিয়োগের দায়িত্ব নেবে। মামলাকারীর আইনজীবীর শামীম আহমেদ নিয়োগে  স্বচ্ছতার দাবি তুলেছিলেন। এজি কিশোর দত্ত এরপরে জানিয়েছিলেন, আইন অনুযায়ী নিয়োগ হবে। আগামী ৯ মে মামলার পরবর্তী শুনানিতে এই নিয়োগ নিয়ে নির্দেশ দিতে পারে আদালত।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here